দেশের সময় ওয়েবডেস্কঃ আজ ২৭ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয় বদ্রীনাথ ধামের দরজা । শ্লোক উচ্চারণের মাধ্যমে মন্দির খুলে যায়। বিশেষ মুহূর্তে বেজে ওঠে সুরেলা সেনা সুর।মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে মন্দিরটিকে ১৫ কুইন্টাল ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল। দেখুন ভিডিও : কেদারনাথ- বদ্রীনাথ ধাম
এদিন বিশাল এই উদ্বোধনের সাক্ষী হতে হাজার হাজার ভক্ত মন্দিরে জড়ো হয়। বদ্রীনাথ ধাম মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। হিন্দু রীতি অনুসারে বদ্রীনাথ ধাম ভ্রমণ চারধাম যাত্রার অংশ। কেদারনাথের পর বদ্রীনাথের দরজা খুলে যাওয়ায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ।