Badrinath Dham:কেদারনাথের পর ভক্তদের জন্য খুলে গেল বদ্রীনাথ ধাম

0
507

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ ২৭ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয় বদ্রীনাথ ধামের দরজা । শ্লোক উচ্চারণের মাধ্যমে মন্দির খুলে যায়। বিশেষ মুহূর্তে বেজে ওঠে সুরেলা সেনা সুর।মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে মন্দিরটিকে ১৫ কুইন্টাল ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল। দেখুন ভিডিও : কেদারনাথ- বদ্রীনাথ ধাম

এদিন বিশাল এই উদ্বোধনের সাক্ষী হতে হাজার হাজার ভক্ত মন্দিরে জড়ো হয়। বদ্রীনাথ ধাম মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। হিন্দু রীতি অনুসারে বদ্রীনাথ ধাম ভ্রমণ চারধাম যাত্রার অংশ। কেদারনাথের পর বদ্রীনাথের দরজা খুলে যাওয়ায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। 

Previous articleRain :বনগাঁয় শিলাবৃষ্টি! তুমুল ঝোড়ো হাওয়া,বিকেলেই ‘সন্ধ্যা’ ঘনাল সীমান্ত শহরে, দেখুন ভিডিও
Next articleKalbaisakhi: কালবৈশাখীর দাপট একাধিক জেলায়,বাজ পড়ে প্রাণ গেল ১৫ জনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here