দেশের সময় ওয়েব ডেস্ক: চার বিজেপি বিধায়ককে নিরাপত্তা দিতে চলেছে রাজ্য সরকার!

রাজ্য বিধানসভায় এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে আজ, বুধবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিবেশনে বক্তব্য রাখার সময়ে অফিসিয়ালি তাঁর দলের চার বিধায়ক তাঁকে বক্তব্য রাখতে বাধা দেয়।


যদিও ওই চারজনই তৃণমূলে যোগ দিয়েছিলেন, কিন্তু এখন অফিসিয়ালি তাঁরা বিজেপিতেই আছেন। ওই চার বিধায়ক হলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, কালিয়াগঞ্জের সোমেন রায়, বাগদার বিশ্বজিৎ দাস ও রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ওয়াক আউট করেন শুভেন্দু ।

রায়গঞ্জের বিধায়ক অভিযোগ করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি ওয়াক আউট করার সময়ে হুমকি দিয়ে গিয়েছেন, কাল তাঁর বাড়িতে ইনকাম ট্যাক্সের লোক পাঠাবেন বলে। এ নিয়ে তিনি বিধানসভার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।


মমতা বন্দ্যোপাধ্যায় তখন স্পিকারকে বলেন, “এ থেকেই প্রমাণিত, বিজেপি নেতাদের কথা শুনেই ইডি, সিবিআই এসব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি পরিচালিত হয়।” স্পিকার আশ্বাস দেন, তিনি বিষয়টি দেখবেন।

পরবর্তী সময়ে ওই চার জন বিজেপি বিধায়কই সাংবাদিক বৈঠক করে দাবি করেন, কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায়কে নাকি ‘গুলি করে’ মেরে দেওয়ার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী! এই অভিযোগ আনার পরে তাঁরা স্পিকারকেও এ কথা জানান বলে বিধানসভা সূত্রের খবর।


জানা গেছে, অভিযোগের পরে এই চার বিধায়কের নিরাপত্তা বাড়ানোর জন্য তোড়জোড় শুরু করেছে বিধানসভা । সেই মতো নিরাপত্তা বাড়ানোও হতে পারে বলে খবর নবান্ন সূত্রের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here