ART EXHIBITION:” শৈল্পিক ক্যানভাস ” আর্টিস্ট গ্রুপের তুলির টানে মাধব স্মরণ বনগাঁয় : দেখুন ভিডিও

0
984

রিয়া দাস, বনগাঁ: মনের জোর আর আত্মবিশ্বাসের ওপর ভর করে রঙের জাদুকর হয়ে উঠেছিলেন তিনি৷
অদম্য জেদের ওপর বাজি রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে গিয়েছেন নিরন্তর।

২০২১ সালে ২৩ ডিসেম্বর ৬৪ বছর বয়সে সিরোসিস অফ লিভার নামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ তবে তাঁর মৃত্যু দিনকে মনে রাখতে চান না তাঁর প্রিয় ছাত্র-ছাত্রীরা৷ তাঁদের কথায় কোন শিল্পীর মৃত্যু হয় না৷তাঁদের প্রিয় মাধবচন্দ্র নাথ স্যারের তুলির আঁচড় আজও তাঁদের মনের গভীরে টানে৷ সেখান থেকেই নতুন ছবির সৃষ্টি৷ আর সেই সব ছবি দিয়েই তাঁদের আর্টিস্ট গ্রুপের সদস্য-সদস্যারা শৈল্পিক ক্যানভাসের উদ্যোগে বনগাঁ পাবলিক লাইব্রেরি এন্ড টাউন হলে রিডিং রুমে তিন’দিনের চিএ প্রদর্শনীর আয়োজন করেছেন ৷

” শৈল্পিক ক্যানভাস ” আর্টিস্ট গ্রুপ চিত্র শিল্পী মাধব চন্দ্র নাথের ম্মরণে , শিল্পীর জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে বনগাঁর টাউনহলে পাবলিক লাইব্রেরি রিডিং রুমে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রয়াত শিল্পীর স্ত্রী অনুরাধা নাথ ও বর্ষীয়ান শিল্পী মনোজ বিশ্বাস ৷ উপস্থিত ছিলেন বনগাঁর প্রথিতযশা চিত্রশিল্পীরা৷ দেখুন ভিডিও

অভাবনীয় ভাবে সারা ফেলেছে শিল্পী মাধবচন্দ্র নাথ স্মরণে ” শৈল্পিক ক্যানভাস ” আর্টিস্টগ্রুপ পরিচালিত তিনদিন ব্যাপী ছবি প্রদর্শনী।আগামী দিনে এই মাধব ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শৈল্পিক ক্যানভাস আর্টিস গ্রুপের সদস্য-সদস্যারা দৃঢ সংকল্প বদ্ধ৷

Previous articleNew Parliament Opening Ceremony: নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ১৪০ কোটি ভারতবাসীর ঘর বললেন শাহরুখ,শুনে কী বললেন মোদী
Next articleBSF : বিজিবির সহযোগিতায় মুন্নি-কে বাংলাদেশ থেকে উদ্ধার করল বিএসএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here