Amit Shah: ‘এমন ভাবে বোতাম টিপবেন যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে: শাহ

0
101
হীয়া রায় দেশের সময়

বাংলার ভোট প্রচারে এসে সন্দেশখালির প্রসঙ্গ টেনে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার বালুরঘাটের বুনিয়াদপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামোল্লেখ করে অমিত শাহ বলেন, ‘‘এত রাগে বোতাম টিপবেন যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে।’’

এদিন শাহের ভাষণের বেশিরভাগ অংশ জুড়েই আক্রমণের নিশানায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির মহিলাদের অত্যাচারের প্রসঙ্গ টেনে শাহের অভিযোগ, সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন! এর বিরুদ্ধে জনমতকে এক হওয়ার আহ্বান জানিয়ে  শাহ বলেন, “বিজেপি অসমে অনুপ্রবেশ বন্ধ করেছে। বাংলার ক্ষমতায় এলে এখানেও অনুপ্রবেশ বন্ধ করা হবে।”

এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিএএ ইস্যুতে মানুষকে ভুল বোঝানোর অভিযোগ এনেছেন অমিত। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটের সভা থেকে জনতার উদ্দেশে শাহ বলেন, “মমতা দিদি বাংলার লোকেদের বোকা বানাচ্ছেন। আমি আপনাদের বলছি, ভয় না পেয়ে শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করুন, কারও নাম বাদ যাবে না।’

গত শনিবার ভূপতিগরে বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছিলেন এনআইএ আধিকারিকরা। ওই ঘটনা এনআইএ আধিকারিকদের বিরুদ্ধেও রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ এনেছে তৃণমূল। এদিন ভূপতিনগরের প্রসঙ্গ টেনে শাহর হুঁশিয়ারি, ‘‘সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে।’’

প্রসঙ্গত উল্লেখ্য,২০২২ সালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০২৩ সালের গোড়ায় হাই কোর্ট এনআইএকে বিস্ফোরণের তদন্ত করতে বলে। সেই মামলায় গত শনিবার ভূপতিনগরে দুই অভিযুক্তকে তুলে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে এনআইএ।

এনআইএর গাড়ির কাচ ভাঙা হয়। আহত হন এক এনআইএ আধিকারিক। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিজেপি এনআইএকে কাজে লাগিয়ে তাঁদের ভোট সংগঠকদের গ্রেফতার করাচ্ছে। এ বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ করে তৃণমূল। রাজ্যের শাসকদলের দাবি, আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর এনআইএর এসপি ধন রাম সিংহের নিউটাউনের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন।

ঢোকার সময় জিতেন্দ্রের হাতে ছিল একটি সাদা প্যাকেট, বেরনোর সময় অবশ্য তাঁর হাতে ওই প্যাকেট দেখা যায়নি। তৃণমূলের অভিযোগ, ওই প্যাকেটে ছিল অর্থ। কেন্দ্রীয় এজেন্সিটিকে তৃণমূলের ভোট সংগঠকদের তালিকা তুলে দিয়েছে বিজেপি। তার ভিত্তিতেই এনআইএ তৃণমূল নেতাদের গ্রেফতার করছে। ঠিক যেমন ঘটল ভূপতিনগরে।

Previous articleWeather: ‌ইদে গরম বাড়বে দক্ষিণে, উত্তরে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা,কলকাতা সহ দুই বঙ্গেই প্রবল দুর্যোগের পূর্বাভাস
Next articleMamata Banerjee: আমি মৃত্যুকে নয়, মৃত্যু আমাকে ভয় পায়, মুখ্যমন্ত্রী , ইদে রেড রোড থেকে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ মমতার: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here