Acid Attack:স্ত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগে হাবরায় গ্রেফতার স্বামী

0
385

দেশের সময়, হাবরা,উত্তর ২৪ পরগনা: অশান্তির সময় স্ত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অশোকনগরের মানিকনগর এলাকায়।

ওই এলাকার খাসের মাঠ পাড়ায় থাকেন কঙ্কন মল্লিক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে স্ত্রীর সঙ্গে কঙ্কনের ঝগড়া চলছিল। আচমকাই ঘরের ভিতর থেকে ওই বধূর আর্তনাদ করতে বাইরে বেড়িয়ে আসেন। চিৎকার শুনে সেখানে ছুটে যান পড়শিরা। দেখেন, ভেজা অবস্থায় ওই মহিলা কাতরাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বুঝতে পারেন, ওই মহিলার উপর অ্যাসিড ছোঁড়া হয়েছে। তড়িঘড়ি তাঁরা ওই বধূকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আক্রান্তের অভিযোগ, সকাল থেকে স্বামী কঙ্কনের সঙ্গে তাঁর অশান্তি হচ্ছিল। এক সময় অশান্তি চরমে ওঠে। সেই সময় বাথরুমে রাখা অ্যাসিডের বোতল তাঁর গায়ের ছুঁড়ে মারে কঙ্কন। তিনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান।
হাবরা হাসপাতালের চিকিৎসকরাই পুলিশকে খবর দিয়েছিলেন। তারা হাসপাতাল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ইতিমধ্যেই, মহিলার গোপন জবানবন্দি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleWeather: রেকর্ড পারদ পতন,চলতি মাসের শেষে জাঁকিয়ে শীত গোটা বাংলায়
Next articleGold smuggling: সোনা ‘পাচারে’ ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আচ্য-র ছেলে ও শ্যালক,জামিনে মুক্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here