AC local from Sealdahপুজোর আগেই শিয়ালদহ থেকে এসি লোকাল ছুটবে কোন রুটে ? ভাড়া কত?‘মান্থলি’ কাটতে কত পড়বে, জানুন

0
101

রেলযাত্রীদের জন্য সুখবর! মুম্বই, চেন্নাইয়ের মতো এবার কলকাতাতেও ছুটবে এসি লোকাল ট্রেন !

প্রতিদিন লোকাল ট্রেনে ঘামে ভিজে যাতায়াত করার অভিজ্ঞতা প্রায় সবারই আছে। সেই লোকাল ট্রেনে এবার এসি-র হাওয়া খাবেন যাত্রীরা।

সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই শিয়ালদহ থেকে ছুটবে এই এসি লোকাল। শিয়ালদহ ডিভিশন সূত্রের খবর, পরীক্ষামূলকভাবে শিয়ালদহ-রানাঘাট রুটে চলবে এই এসি ট্রেন। যাত্রীদের সাড়া মিললে আগামীদিনে অন্যান্য রুটেও এই শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালানো হবে বলে রেল সূত্রের খবর।

ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি অত্যাধুনিক এই এসি রেক। ১২ বগির এই ট্রেনটিতে মেট্টোর মতোই থাকবে স্বয়ংক্রিয় দরজা। দরজা খোলা বা বন্ধ করার নিয়ন্ত্রণ থাকবে চালক কিংবা গার্ডের হাতে। জানা যাচ্ছে, প্রতিটি কোচে চারটি করে স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর থাকবে।

১২ কোচের এই অত্যাধুনিক ট্রেনে  ১,১০০ জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে। ঘণ্টায় ১১০ কিমি বেগে ছুটতে সক্ষণ এই ট্রেন। তারওপর শীততাপ নিয়ন্ত্রিত হওয়ায় এই ট্রেনের যাত্রা একদিকে যেমন আরামদায়ক তেমনই খুব দ্রুত এই ট্রেনের সাহায্যে গন্তব্যে পৌঁছানো যাবে।

এছাড়াও এই ট্রেনে যাত্রীদের মাল রাখার জন্য থাকবে অতিরিক্ত রেক। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কামরার সর্বত্র সিসিটিভির নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে। জিপিএসের মাধ্যমে ভেসে উঠবে ইলেকট্রনিক ইন্ডিকেশন বোর্ড।

শিয়ালদহ ডিভিশনের তরফে এখনও নির্দিষ্ট করে ভাড়ার কথা উল্লেখ করা হয়নি। তবে রেলের তরফে জানানো হয়েছে, ভাড়া যাতে সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যেই থাকে, সে কথা মাথায় রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। সিঙ্গল জার্নি অর্থাৎ একদিকে যাওয়ার ক্ষেত্রে ১০ কিলোমিটারের জন্য দিতে হবে ২৯ টাকা ভাড়া। ১০ কিলোমিটারের বেশি হলে, ১১ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব যাওয়ার ভাড়া লাগবে ৩৭ টাকা। ১০ কিলোমিটারের জন্য একমাসের সিজন টিকিটের জন্য খরচ পড়বে ৫৯০ টাকা। আর ১১ থেকে ১৫ কিলোমিটারের জন্য সিজন টিকিটের দাম ৭৮০ টাকা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আপাতত ১২ কোচের দু’টি রেক দেওয়া হচ্ছে। পরে এসি লোকাল ট্রেন আরও বাড়ানো হবে কি না, তা এখনও জানায়নি রেল।

Previous articleJaya Ahsanঅনিরুদ্ধ রায়চৌধুরীর নায়িকা এবার জয়া আহসান: দেখুন ভিডিও
Next articleCluster Bomb: সংঘর্ষে এই প্রথম ব্যবহার হলো ক্লাস্টার বোমা , এই বোমা কতটা ভয়ঙ্কর জানেন?কোন পথে ইরান- ইজ়রায়েল সংঘাত?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here