Suicide :বিয়ের অনুষ্ঠানে ঝগড়া, বিষ খেলেন বর-কনে

0
808

দেশের সময়: বিয়ের অনুষ্ঠান চলাকালীন বর-কনের মধ্যে তুমুল ঝগড়া। আর এরই জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন দু’জনেই। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বরকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন কনে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। ঘটনায় বর ও কনের পরিবারের পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। তবে কী কারণে বর ও কনের মধ্যে ঝগড়া হয়, তা অবশ্য জানা যায়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইন্দোরের কানাদিয়া এলাকায় আর্য সমাজ মন্দিরে ওই বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই কিছু একটা বিষয় নিয়ে বর ও কনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। দুই পরিবারের তরফেই সেই ঝগড়া মেটানোর চেষ্টা করা হয়। মিটেও যায়। এর কিছুক্ষণ পরই খবর আসে, বর বিষ খেয়েছে। খবর চাউর হতেই বিয়েবাড়িতে তুমুল হইচই শুরু হয়ে যায়। খবর পৌঁছয় কনের কাছেও। এরপর তিনিও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দু’জনকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা বরকে মৃত বলে ঘোষণা করেন। ২০ বছরের কনেকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Previous articleSalman Khan : সলমন খানের বোনের বাড়ি থেকে হীরের গয়না চুরি, জানেন কত টাকা দাম?
Next articleKarnataka Chief Minister : কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াই! ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে বসছেন শিবকুমার, জানিয়ে দিল কংগ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here