Mamata Banerjee : ফের পাড়ায় মিলবে এক গুচ্ছ পরিষেবা, দুয়ারে পৌঁছবে মমতার ১৪ দফতর ! কবে কিভাবে জানুন

0
598

দেশের সময় ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, তাঁর সরকারের জনপ্রিয় কর্মসূচি পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচি দুটি ফের চালু করা হবে।

দিন কয়েক আগে নবান্ন এই দুই কর্মসূচির দিন ঘোষণা করেছে। যদিও কারোনার প্রভাবে প্রথমে ঘোষণা করেও তা বন্ধ রাখতে হয়েছিল। এবার সেই কর্মসূচি শুরু হবে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই দুই কর্মসূচির বিস্তারিত সূচি ও কী কী সুবিধা পাওয়া যাবে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন।

তাতে দেখা যাচ্ছে, আসন্ন শিবিরে মোট ২৫ ধরনের পরিষেবা মিলবে। এমনকী অর্থ দফতরের উদ্যোগে খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্টও।

নবান্ন সূত্রে জানা গেছে, যে ভাবে পরিষেবার তালিকা তৈরি করা হয়েছে তাতে সাধারণ মানুষকে সরকারি দফতরে তেমন একটা ছুটতে হবে না আর ৷
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ভূমি ও ভূমি সংস্কার দফতরের সুবিধাগুলিও মিলবে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান প্রকল্পে। মুখ্যসচিবের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভূমি দফতরের উল্লেখ রয়েছে।

নবান্ন জানিয়েছে, পাড়ায় সমাধান কর্মসূচি চালু হবে ১ ফেব্রুয়ারি। দরখাস্ত গ্রহণ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় সংশ্লিষ্ট দরখাস্তগুলির বিষয় খতিয়ে দেখে সমাধান সূত্র বা সুবিধা ইত্যাদি খুঁজবে প্রশাসন। ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে আবেদনকারীদের সুবিধা বা সমাধানসূত্র প্রদানের কাজ।

Previous articleDelhi :চুল কেটে ধর্ষিতার মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে রাস্তায় হাঁটানো হল , উল্লাস প্রকাশ করল জনতা
Next articleBengal Bjp: দিনে উত্তর ২৪ পরগণা – রাতে নদীয়া! রাজ্য বিজেপি-তে এখন চড়ুইভাতি – রাজনীতি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here