অর্পিতা দে, কলকাতা:
পুজোর দিনগুলোয় কলকাতার চিত্রটাই বদলে যায় ৷ শিল্পীদের কল্পনার চোখে মানুষ ভোর করে উড়ে যায় তাদের সৃষ্টির জগতে৷ আর সেই কল্পনার জগৎ থাকে কখনো মহাকাশে আবার কখনো ইতিহাসের আঙিনায় কখনওবা কল্পলোকে ৷দেখুন ভিডিও:
আর সেই জগৎ থেকেই এবারে কুমারটুলি পার্ক সার্বজনীন তুলে ধরেছে পৃথিবীর বাইরে মহাকাশে দেবী দূর্গা ৷ আবার উত্তর কলকাতার আর এক ঐতিহ্যশালী পূজা আহিরীটোলা সার্বজনীন তাদের থিম গুজরাটের এক মন্দির; পাথরে খোদাই করা দেবী মূর্তি যদিও সমগ্র পূজা মণ্ডপটি তৈরী হয়েছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে । টালা প্রত্যয়ে শিল্পী সুশান্ত পালের ভাবনায় ফুটে উঠেছে কল্পলোকে দূর্গা৷