ফের উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি:এনআরসি বৈঠককে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ

0
1139

দেখুন ভিডিও:

দেশের সময়,ঠাকুরনগর:ফের উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি। বুধবার ঠাকুরবাড়িতে এনআরসি নিয়ে বৈঠককে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে উত্তেজনার সৃষ্টি হল।অভিযোগ, শান্তনু ঠাকুরের অনুগামীরা মমতা ঠাকুরকে হেনস্থা ও সুকৃতি রঞ্জন বিশ্বাসকে মারধর করে। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়।

এই ঘটনায় ঠাকুরবাড়ির গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এলো। জানা গেছে, বুধবার মমতা ঠাকুর এর পক্ষ থেকে এন আর সির বিরোধীতা করে বৈঠকের আয়োজন করা হয়েছিল। মমতা ঠাকুরের অভিযোগ, বৈঠক বানচাল করবার জন্য শান্তনু ঠাকুর নাটমন্দিরে পাল্টা বৈঠক ডাকেন।

মমতা ঠাকুর গোষ্ঠীর পক্ষ থেকে কপিল তীর্থ ভবনে বৈঠকের ব‍্যবস্থা করে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুকৃতি রঞ্জন বিশ্বাস। মমতা ঠাকুরের অভিযোগ, বৈঠক থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস বের করে নিয়ে গিয়ে মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে মমতা ঠাকুর হেনস্তা হন। পরবর্তীতে মমতা ঠাকুরের বৈঠকে যোগ দেবার জন্য একটি গাড়ি আসে, সেই গাড়িতে ইট দিয়ে আক্রমণ করা হয়।

যদিও অভিযোগ অস্বীকার করে শান্তনু ঠাকুর বলেন, এন আর সি নিয়ে মমতা ঠাকুরেরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাই মতুয়া ভক্তরা তার প্রতিবাদ করেছেন।

Previous articleমোদীর বাড়িতে দেড় কোটি চিঠি পাঠাতে হবে বাংলা থেকে, নির্দেশ অমিত শাহের
Next articleমধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির,উঠে এসেছে বনগাঁ শিমুলতলায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here