হঠাৎ করেই ফেডারেশনের সাথে বৈঠকে ইস্টবেঙ্গল, কারন?

0
871

দেশের সময় ওয়েবডেস্ক:ডার্বি কে কেন্দ্র করে ফুটবল পাগল সমর্থকদের উন্মাদনা আজও বাংলার বুকে উল্লেখ্য বিষয়। যা নিঃসন্দেহে বাঙালির গর্ব। যদিও সাম্প্রতিক কালে কিছু ঘটনা যা নিয়ে আলোচনায় অবিচল ক্রীড়া মহল। তা হলো উন্মাদনার মাঝেও কি সবক্ষেত্রে বজায় থাকছে বাঙালির শিক্ষা ও সংস্কৃতি? আর এই প্রশ্ন নিয়েই এবার ফেডারেশনের দারস্হ ইস্টবেঙ্গল। বিষয়টি নিয়ে আই লিগ সিইও সুনন্দ ধরের সাথে বিস্তারিত কথা বলেছেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার। জানাগেছে সদ্যসমাপ্ত ইউথ লিগের ডার্বিতে মাঠে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই তথ্য নিয়েই এদিন আলোচনা হয়। সমস্তটা শুনে একটি সভা ডাকার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে যা অনুষ্ঠিত হবে। যেখানে উপস্হিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস।

Previous articleদেশের- কবিতা:
Next articleবাড়িতে বসেই হাতে পাবেন ট্রেনের টিকিট, কিভাবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here