দেশের সময় ওয়েব ডেস্কঃ আনলকিং পর্যায়ে অন্যান্য গণ পরিবহন ক্রমেই স্বাভাবিক হয়ে আসলেও কোন লোকাল ট্রেন পরিষেবা এখনও শুরু হয়নি। এদিকে প্রায় সব সরকারি, বেসরকারি অফিস, বড় বিপণি, শপিং মল, রেস্তোরাঁ, প্রায় সব কিছুই খুলে গিয়েছে। ফলে সমাজের একটা বড় অংশের মানুষদের যাতায়াতে ভোগান্তি চলছেই। এবার লোকাল ট্রেন চালানোর দাবিতে রবিবার হুগলির পান্ডুয়ায় স্টেশনে রেললাইনে অবরোধ করলেন স্থানীয় মানুষজন।
লোকাল না চললেও চলছে কিছু বিশেষ ট্রেন। সেখানে সব যাত্রীদের প্রবেশাধিকার নেই। অবরোধকারীদের দাবি, সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন চালু করতে হবে সরকারকে। কারণ রাজ্যের সর্বত্র মেট্রো পরিষেবা নেই। লোকাল ট্রেন না চলায় বাসে ভিড় হচ্ছে প্রচন্ড। এবং বিশেষ ট্রেনে যেহেতু সব যাত্রী চাপতে পারেন না ফলে পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
West Bengal: People blocked railway tracks at Pundooah railway station demanding train services for everyone as they face difficulty in commuting; only special trains are being run from the station as of now. pic.twitter.com/i4iYr87P8J
— ANI (@ANI) October 11, 2020