দেশের সময় ওয়েবডেস্কঃ রুপো নয়, অলিম্পিক্সে সোনার পদকই জিততে পারেন ভারোত্তোলক মীরাবাঈ চানু৷ হঠাৎই এমন সম্ভাবনা তৈরি হয়েছে৷ ভারোত্তোলনে শনিবার রুপো জয়ের পর সোমবার তা সোনায় বদলে যেতে পারে বলে গুজব ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে। আদৌ কি তা সম্ভব? কেন ছড়িয়ে পড়ল এই গুজব?
৪৯ কেজি বিভাগে সোনা জেতেন চিনের ঝিহুই হৌ। তবে তিনি নন, চানু সোনা জিততে পারেন বলে গুজব ছড়িয়ে পড়ে। আমেরিকার কাইল বাস নামক এক নেটাগরিকের কারণেই এমন গুজব ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি টুইট করে লেখেন, ‘চিনের হৌ-এর ডোপ পরীক্ষা করা হবে।’ এই খবরেই নেটমাধ্যম মনে করে হৌ নিষিদ্ধ ওষুধ নিয়েছেন।
কারণ, টোকিও অলিম্পিক্সে মেয়েদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে যিনি সোনা জিতেছিলেন, চিনের সেই হাউ ঝিঝিকে ডোপ টেস্টের জন্য টোকিও ছাড়তে বারণ করা হয়েছে৷ চিনা ভারোত্তোলক ডোপ টেস্টে ব্যর্থ হলেই সোনার পদক পাবেন মীরাবাঈ চানু৷ সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই৷
China’s Hou will be tested by anti-doping authorities at the @Olympics #China @PDChina @HuXijinGT pic.twitter.com/PE4cOAMiHw
— 🇺🇸Kyle Bass🇺🇸 (@Jkylebass) July 26, 2021
চিনা ভারোত্তোলক হাউ ঝিঝি মোট ২১০ কেজি ওজন তুলেছিলেন৷ তাঁর থেকে আট কেজি কম ওজন তুলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মীরাবাঈকে৷ স্ন্যাচ ক্যাটেগরিতে ৮৭ কেজি এবং ক্লিন ও জার্ক ক্যাটেগরিতে মোট ১১৫ কেজি ওজন তুলে এবারের অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেন চানু৷
That's how you go into the history books! 🙌
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 24, 2021
Saikhom Mirabai Chanu – Olympic silver medallist 🇮🇳#BestOfTokyo | #Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | @mirabai_chanu pic.twitter.com/r1wpEerN9u
অলিম্পিক্সে ভারোত্তোলনে এই প্রথম রুপো জিতল ভারত৷ একুশ বছর বাদে ভারোত্তোলনে দেশকে পদক এনে নতুন ইতিহাস তৈরি করেছিলেন মণিপুরের মীরাবাঈ৷ চানুকে যদি শেষ পর্যন্ত সত্যিই স্বর্ণ পদক দেওয়া হয়, তাহলে আর এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবে ভারতীয় ক্রীড়া জগৎ৷ সেই আশাতেই বুক বাঁধছে দেশ৷
আসল তথ্য হচ্ছে শুধু হৌ নন, ডোপ পরীক্ষা করা হবে বহু খেলোয়াড়ের। অলিম্পিক্স চলার সময় এমন পরীক্ষা হয়েই থাকে। তার অর্থ এই নয় যে হৌ ডোপিং করেছেন। তাঁর পরীক্ষার ফল যদি পজিটিভ আসে তবেই মীরাবাইয়ের রুপো বদলে যাবে সোনায়।
গুজব ছড়িয়ে পড়তে ভারতীয় শিবিরও হঠাৎ সোনার স্বপ্ন দেখতে শুরু করে। তবে তেমনটা হওয়ার সম্ভবনা এখনই নেই বলেই মনে করা হচ্ছে। ডোপ পরীক্ষার ফল না আসা অবধি নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।
সোনা জয়ী চিনা ভারোত্তোলককে গেমস ভিলেজে থেকে যেতে বলা হলেও মীরাবাঈ চানু অবশ্য আজ সন্ধ্যাতেই দেশে ফিরে আসছেন৷ তাঁকে স্বাগত জানাতে সব প্রস্তুতিও সাড়া৷