দেশের সময় হাবরাঃ ‘আমার থেকে মমতা ব্যানার্জির অপরাধ অনেক বেশি গুরুতর। তুলনায় আমার অপরাধ অনেক কম। কিন্তু আমাকে বেশি শাস্তি পেতে হলো। যেখানে মমতা ব্যানার্জি কে তাঁর কৃতকর্মের জন্য ২৪ ঘন্টার জন্য প্রচারকার্য থেকে বিরত থাকতে বলেছে নির্বাচন কমিশন, সেখানে আমাকে ৪৮ ঘণ্টার জন্য প্রচার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তাই এক্ষেত্রে আমার লঘু পাপে গুরু দণ্ড দিয়েছে নির্বাচন কমিশন।’

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের নির্দেশের প্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন হাবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা।

এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি গণতন্ত্রের পূজারী। তাই নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব এবং আমি আমার বক্তব্য ইতিমধ্যেই কমিশনকে লিখিত আকারে পাঠিয়ে দিয়েছি। কমিশনের এই নির্দেশিকায় হয়তো সাময়িক ভাবে আমার একটু সমস্যা হবে। কিন্তু সেই ক্ষতিপূরণ পুষিয়ে দেবেন আমার দলের অন্যান্য নেতাকর্মী সর্বোপরি হাবরার মানুষেরা।’

তিনি বলেন, ‘এখন রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। তৃণমূলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাই এবার মানুষ পরিবর্তন চাইছেন। আসল পরিবর্তন। যার জন্য এই রাজ্যে বিজেপি সরকার গড়বে। আর তারপরে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তখন আর দুষ্কৃতীদের দৌরাত্ম্য থাকবে না। তারা পালিয়ে যেতে বাধ্য হবে। আর যে দু-চারজন থাকবে তাদের জায়গা হবে গারদে।’


এদিন তিনি ফের বলেন, ‘কুচবিহারের শীতলকুচিতে গুলিচালনার ঘটনার জন্য দায়ী মমতা ব্যানার্জি। ঘটনার দুদিন আগে তিনি কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার জন্য উস্কানিমূলক মন্তব্য করেন। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here