দেশের সময় ওয়েবডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে সাজো সাজো রব দিল্লি-আগ্রা-অহমদাবাদে। সপরিবার মার্কিন প্রেসিডেন্ট দেশের মাটিতে পা রাখার আগেই ট্যুইটে তাঁকে স্বাগত জানিয়ে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখলেন, ‘আপনার আগমনের অপেক্ষায় রয়েছে ভারত।’ ট্রাম্পও মাঝরাস্তা থেকেই ট্যুইটে জানিয়ে দিলেন, ‘ভারতে আসার জন্য মুখিয়ে আছি।’

ট্যুইটেই পরস্পর সৌজন্য বিনিময় শুরু করে দিলেন মোদী ও ট্রাম্প। রবিবার স্ত্রীকে নিয়ে ভারতের উদ্দেশে রওনা হওয়ার ভিডিয়ো পোস্ট করে ট্রাম্প লিখেছিলেন, ‘মেলানিয়াকে নিয়ে ভারতের দিকে রওনা দিচ্ছি।’

সোমবার সকালে তারই জবাব দিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, ‘ভারত আপনার অপেক্ষায় রয়েছে। আপনার সফর নিঃসন্দেহে আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করবে। খুব শিগগিরই অহমদাবাদে দেখা হচ্ছে।’
এরপর সরকারিভাবে প্রথমবার ভারতে পৌঁছনোর কিছুক্ষণ আগে

হিন্দিতে টুইট করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘আমরা ভারতে আসার জন্য তত্‍পর হয়ে আছি। কয়েক ঘণ্টার মধ্যেই সবার সঙ্গে দেখা হচ্ছে।’
ট্রাম্পের ভারত সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়েছে তিন শহর। সর্দার প্যাটেল মার্গের ডিপ্লোম্যাটিক এনক্লেভে পাঁচতারা হোটেল আইটিসি মৌর্যয় দফায় দফায় চলে নিরাপত্তার নজরদারি।

এখানেই ‘চাণক্য’ স্যুইটে থাকবেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। থাকবেন ট্রাম্প-কন্যা ইভাঙ্কা এবং জামাই তথা ট্রাম্পের উপদেষ্টা জেরাড কুসনের। নিরাপত্তার খাতিরে হোটেলের ৪৩৮টি রুমই বুকড। লবি, পার্কিং, সুইমিং পুলে দিল্লি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ঘুরছেন গোয়েন্দারা। রয়েছেন আমেরিকার সিক্রেট সার্ভিসের অফিসারও। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলেও বসেছে বাড়তি সিসিটিভি ক্যামেরা। একই ছবি আগ্রাতেও।


মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে আমেদাবাদে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়েছে তিন শহর। পালাম এয়ারপোর্ট থেকে রাষ্ট্রপতি ভবন, প্রায়

পুরোটারই নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে। রয়েছে দিল্লি পুলিশও। আকাশ পথেও চলছে নজরদারি। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ মোতেরায় সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প ইভেন্টে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তব্যও রাখবেন। ছবি- টুইটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here