দেশের সময় ওয়েবডেস্কঃ এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান যেন চাঁদের হাট৷ শুক্রবার নেতাজি ইন্ডোরে প্রদীপ জ্বালিয়ে ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন বলিউড ‘‌কিং’‌ শাহরুখ খান। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি রাখি গুলজার, মহেশ ভাট, কুমার সাহানি, সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষ, আবীর চট্টোপাধ্যায়, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল।

অনুষ্ঠান সঞ্চালনায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত। প্রাথমিক অতিথি তালিকায় নাম ছিল অমিতাভ এবং জয়া বচ্চনের। এমনকি আমন্ত্রণ পত্রেও নাম ছাপানো হয়ে যায় তাঁদের। কিন্তু তারপর জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে আসতে পারবেন না অমিতাভ। দীর্ঘদিন ধরেই কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মিত দেখা গিয়েছে বিগ বি’‌কে।

এবছর উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে সত্যজিৎ রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’। এবছর উৎসবের ২৫তম বর্ষ। আর এবছরই ‘‌গুপি গাইন বাঘা বাইন’‌ ছবির ৫০তম বর্ষ পূর্তি। তাই উৎসবের সূচনা হবে এই কালজয়ী ছবির স্ক্রিনিংয়ের মাধ্যমে।


স্পষ্ট, ঝরঝরে বাংলায় নিজের বক্তব্য রাখলেন রাখি গুলজার। তাঁকে সঙ্গে করে পোডিয়াম পর্যন্ত নিয়ে এলেন ‘‌বাজিগর’‌ ছবিতে তাঁর সহ-অভিনেতা শাহরুখ খান। রাখি বললেন, ‘‌আমি বাংলার মেয়ে। আমার ধমনীতে বাংলা। বাংলার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। আজ প্রায় ১৬ বছর পর বাংলায় আসতে পেরে আমার খুব ভাল লাগছে।’‌

‌মুখ্যমন্ত্রীর উদ্দেশে বললেন, ‘‌আমি অনেক চলচ্চিত্র উৎসব দেখেছি। সবাইকে খুশি রেখে এত সুন্দর আয়োজন খুব সহজ কাজ নয়।’‌ আরও একবার শাহরুখ খান প্রমাণ করলেন, জনপ্রিয়তার নিরিখে কেউ তাঁর ধারেকাছে আসতে পারবেন না। তিনি বলতে ওঠার পরই হাততালি এবং উল্লাসে ফেটে পড়লেন দর্শকরা।

রাজ্যের ‘‌ব্র্যান্ড অ্যাম্বাসাডর’‌ তিনি। বললেন, এত ভাল চলচ্চিত্র উৎসব দেশের আর কোথাও দেখা যায় না। বিশেষ অতিথি মহেশ ভাট বলেন, ‘‌বিবেকানন্দ–রামকৃষ্ণের বাংলাই এখনও গোটা দেশে বহুত্বের কথা বলে। এই বাংলার চলচ্চিত্র উৎসবে আসতে পেরে আমার খুব ভাল লাগছে।’‌

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় অতিথিদের আমন্ত্রন জানান। প্রতিবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের পাশের থাকার জন্য বিশেষ ধন্যবাদ দেন শাহরুখ খানকে। ‌‌ছবি তুলেছেন – কুন্তল চক্রবর্তী৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here