দেশের সময়: বনগাঁ পৌরসভা বনগাঁ শহরের বিভিন্ন মন্দিরের সঙ্গে যুক্ত পুরোহিতের মাসিক ভাতা দেবে। বোর্ড মিটিং করে এমন সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। আর তাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, যে পৌরসভা নিয়ে হাইকোর্টে মামলা চলছে সেই পৌরসভা কি করে এরকম বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নিতে পারে ।
জানা গেছে শনিবার বনগাঁ পৌরসভার প্রধান শংকর আঢ‍্যর নেতৃত্বে পুরসভায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় , যেখানে তার পক্ষের কাউন্সিলেরা উপস্থিত ছিলেন। সেখানে বিদ্রোহী একজন কাউন্সিলরও ছিলেন না। বৈঠক শেষে পুরপ্রধান সাংবাদিকদের জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে বনগাঁ শহরের যেসব বারোয়ারী মন্দির রয়েছে সেখানকার পুরোহিতদের প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে । আর সেই টাকা পুরসভার তহবিল থেকে দেওয়া হবে। এর প্রেক্ষিতে রবিবার জেলা বিজেপি নেতা দেবদাস মন্ডল সাংবাদিকদের বলেন , বনগাঁ পৌরসভার প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার পর সেই বিষয়ে হাইকোর্টে মামলা চলছে। মামলার শুনানি শেষ। এখন রায় দানের পর্ব শুধু বাকি। এই অবস্থায় কি করে পৌর প্রধান বোর্ড মিটিং করে কোন সিদ্ধান্ত নেন। এটা হাইকোর্টকে অবমাননা করা। আমরা এই বিষয়টি হাইকোর্টকে জানাবো। পুর প্রধান এই ভাবেই প্রতি পদক্ষেপে গণতন্ত্রকে হত্যা করছেন। এ বিষয়ে দিন উপ পৌর প্রধান কৃষ্ণা রায় দাবি করেন, পৌর আইন মেনেই কাউন্সিলরদের এক-তৃতীয়াংশের উপস্থিতিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর পরিষেবা বন্ধ রাখার কোনও নির্দেশ হাইকোর্ট দেয় নি। ফলে কোন সমস্যা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here