দেশের সময়, বনগাঁ: দুর্গাপুজোর মরশুমেই কালীপুজোর খুঁটি পূজো হয়ে গেল সিলিন্দা বিবেকানন্দ ক্লাবের। এখন থেকেই দুর্গা পুজোর মরশুমেই কালীপুজোর খুঁটি পূজো তোড়জোড় শুরু করে দিয়েছেন তারা। এ বছর পূর্ব মেদিনীপুরের কাঁথির শিল্পীরা কালী পূজার মণ্ডপ তৈরি করবেন। কাল্পনিক এই মন্ডপ তৈরি করতে খরচ ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা।
ক্লাব কর্তা কমল সেন জানান, গত ৩৬বছর ধরে আমাদের এই পুজোর আয়োজন হয়ে আসছে। কালীপুজোর আগের দিনই পুজোর উদ্বোধন হয়ে যায়। এরপর মোট ছয় দিন ধরে পুজো চলে। তার মধ্যে পুজোর পাশাপাশি বস্ত্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলার আয়োজন থাকে। এই অঞ্চলের মানুষেরা দুর্গাপূজার থেকে কালী পূজোয় বেশি মেতে ওঠেন।
আর তার প্রস্তুতি শুরু হয় দুর্গাপূজা থেকেই।খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন, নীলিমা নাগ মল্লিক (বিধায়ক)হরপ্রসাদ হালদার (সভাপতি চাকদহ পঞ্চায়েত সমিতি)৷এবারের মন্ডপ টি তৈরী হচ্ছে পশ্চিমবঙ্গ ও ওড়িষা’র বিভিন্ন ফল দিয়ে৷ খুটিপুজোর পর থেকেই শুরু হয়ে গেছে মন্ডপ নির্মাণের কাজ। ক্লাবের সদস্য ছাড়াও এলাকার মানুষ এই পুজোর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে থাকেন।