দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪৭১২। এর ফলে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যায় ভারত ছাড়িয়ে গেল চিনকে। গতবছর চিনের উহানে এক বাজার থেকে করোনা সংক্রমণ শুরু হয়। করোনা আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বে এখন ভারতের স্থান ১১ নম্বরে।

ভারতে করোনায় মৃত্যুর হার অবশ্য চিনের চেয়ে কম। চিনে মারা গিয়েছেন ৫.৫ শতাংশ করোনা আক্রান্ত। ভারতে মৃত্যু হয়েছে ৩.২ শতাংশের। এদেশে সেরে উঠেছেন ২৭ হাজার মানুষ।

বিশ্ব জুড়ে ৪৪ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের এক তৃতীয়াংশ আমেরিকার বাসিন্দা। বিশ্ব জুড়ে করোনায় মারা গিয়েছেন ৩ লক্ষ মানুষ। প্রতিদিন ২ লক্ষ মানুষ ওই রোগে আক্রান্ত হচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here