দেশের সময়: বাংলায় বিজেপি ২ থেকে এক লাফে ১৬ আসন পেতে পারে। এমনটাই জানাচ্ছে এবিপি-এসি নিয়েলসেন এর সমীক্ষা।

তৃণমূল কংগ্রেস- ২৪

বিজেপি- ১৬

কংগ্রেস- ২

বাম- ০

নিউজ টাইম-ভিএমআর

তৃণমূল কংগ্রেস- ২৮

বিজেপি- ১১

কংগ্রেস- ২

বাম- ১

বুথ ফেরত সমীক্ষার ব্যাপারে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভাল। তা হল, এ ধরনের সমীক্ষায় সব সময়েই যে সঠিক ফলাফল আন্দাজ করা যায় তা নয়। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফল মেলেনি এমন অনেক উদাহরণ রয়েছে। তবে সমীক্ষা মিলতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট শতাংশের যে ইঙ্গিত পাওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ। কারণ তা থেকে মোটামুটি ভাবে একটা ট্রেন্ড বোঝা যায়। কিন্তু ভোট শতাংশ থেকে প্রকৃত সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া ত্রুটিমুক্ত নয়।

সে দিক থেকে উল্লেখযোগ্য হল, এখনও পর্যন্ত প্রকাশিত সমস্ত বুথ ফেরত সমীক্ষাই জানাচ্ছে এনডিএ বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে কংগ্রেস জোটের থেকে।

সন্ধে সাড়ে ছ’টা বাজতে না বাজতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরৎ সমীক্ষার রিপোর্ট প্রকাশ। সবার আগে রিপোর্ট প্রকাশ করেছে টাইমস নাও-ভিএমআর। সেখানে বলা হয়েছে বিজেপি জোট নিশ্চিন্তে সরকার গড়বে। ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন নরেন্দ্র মোদী। দেখে নিন তাদের দেওয়া হিসেব–

টাইমস নাও-ভিএমআর

বিজেপি+ ৩০৬
কংগ্রেস+ ১৩২
অন্যান্য ১০৪

ইতমধ্যেই আরও তিনটি ফল প্রকাশিত হয়েছে।

সি ভোটার

বিজেপি+ ২৮৭
কংগ্রেস+ ১২৮
অন্যান্য ১২৭

জন কি বাত

বিজেপি+ ৩০৫
কংগ্রেস+ ১২৪
অন্যান্য ১১৩

বুথ ফেরত সমীক্ষার ব্যাপারে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভাল। তা হল, এ ধরনের সমীক্ষায় সব সময়েই যে সঠিক ফলাফল আন্দাজ করা যায় তা নয়। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফল মেলেনি এমন অনেক উদাহরণ রয়েছে। তবে সমীক্ষা মিলতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট শতাংশের যে ইঙ্গিত পাওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ। কারণ তা থেকে মোটামুটি ভাবে একটা ট্রেন্ড বোঝা যায়। কিন্তু ভোট শতাংশ থেকে প্রকৃত সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া ত্রুটিমুক্ত নয়।

সে দিক থেকে উল্লেখযোগ্য হল, এখনও পর্যন্ত প্রকাশিত সমস্ত বুথ ফেরত সমীক্ষাই জানাচ্ছে এনডিএ বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে কংগ্রেস জোটের থেকে।

অন্যদিকে রিপাবলিক টিভির সমীক্ষাতে দেখা যাচ্ছে সহজেই ফের সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট।

এবিপি-এসি নিয়েলসেনের সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট এ বার পেতে পারে ২৬৭টি আসন। তার মধ্যে পূর্ব ভারতে তারা পেতে পারে ৮২টি আসন, উত্তর ভারতে পেতে পারে ৬৬টি আসন, দক্ষিণ ভারতে পেতে পারে ২৯টি আসন ও পশ্চিম ভারতে পেতে পারে ৯০টি আসন।

অন্যদিকে এই সমীক্ষায় কংগ্রেস জোট এ বার পেতে পারে ১২৭টি আসন। তার মধ্যে পূর্ব ভারতে তারা পেতে পারে ২১টি আসন, উত্তর ভারতে পেতে পারে ২৪টি আসন, দক্ষিণ ভারতে পেতে পারে ৫৬টি আসন ও পশ্চিম ভারতে পেতে পারে ২৬টি আসন। এই সমীক্ষায় দেখানো হয়েছে অন্যান্যরা পেতে পারে ১৪৮টি আসন।

রিপাবলিক টিভির সমীক্ষায় কিন্তু সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এনডিএ জোট। এই সমীক্ষায় দেখা যাচ্ছে এনডিএ জোট পেতে পারে ৩০৫টি আসন, ইউপিএ জোট পেতে পারে ১২৪টি আসন, এবং অন্যান্যরা পেতে পারে ১১৩টি আসন।

বুথ ফেরত সমীক্ষার ব্যাপারে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভাল। তা হল, এ ধরনের সমীক্ষায় সব সময়েই যে সঠিক ফলাফল আন্দাজ করা যায় তা নয়। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফল মেলেনি এমন অনেক উদাহরণ রয়েছে। তবে সমীক্ষা মিলতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট শতাংশের যে ইঙ্গিত পাওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ। কারণ তা থেকে মোটামুটি ভাবে একটা ট্রেন্ড বোঝা যায়। কিন্তু ভোট শতাংশ থেকে প্রকৃত সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া ত্রুটিমুক্ত নয়।

সে দিক থেকে উল্লেখযোগ্য হল, এই ৩ বুথ ফেরত সমীক্ষাই জানাচ্ছে এনডিএ বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে কংগ্রেস জোটের থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here