দেশের সময় ওয়েবডেস্কঃ আবার পাল্টা হিসাবে রাজ্যপালের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে তাই বাংলার রাজ্যপালের সঙ্গে অমিত শাহের বৈঠকের দিকে অতিরিক্ত নজর রয়েছে তৃণমূল কংগ্রেসেরও।

যদিও সামনা-সামনি ধনকড়ের দিল্লি সফরকে পাত্তা দিতে রাজি নয় তৃণমল শিবির। উল্টে রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করতেই দেখা গেছে তৃণমূল নেতাদের। সাংসদ সৌগত রায় বলেছেন, “কেন্দ্রের হয়ে চাকরি করেন রাজ্যপাল। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাজিরা দিতে গেছেন তিনি।” রাজ্যপালের  আগামী ১ মাসের পাহাড় সফর নিয়েও প্রশ্ন তুলেছেন সৌগত। 

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এই নিয়ে মুখ খুলেছেন। আগামী বছর মাঝামাঝিতে এরাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। করোনা পরিস্থিতিতে ভোট যে পিছোবে না তার উদাহরণ বিহার। সেই অনুযায়ী গুটি সাজাতে শুরু করেছে সব রাজনৈতিক দলই। আর বাংলা জয় করতে বিজেপি যে এবার মরিয়া তা বার বার জানিয়েছেন দলের শীর্ষনেতৃত্বই। এই অবস্থায় এরাজ্যে ৩৫৬ ধারা জারির বিষয়ে অমিত শাহের সঙ্গে রাজ্যপালের কথা হতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কংগ্রেসও। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here