দেশের সময় ওয়েবডেস্ক:নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। মৃতদের মধ্যেই অধিকাংশই মহিলা। এছাড়া এক শিশুও দুর্ঘটনায় মারা গিয়েছে বলে খবর। ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কর্নাটকের মান্ডিয়ায় ৷ স্থানীয় সূত্রে খবর, প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বেসরকারি বাসটিতে। কিন্তু বেঙ্গালুরু থেকে ১০৫ কিলোমিটার দূরে মান্ডিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। এরপর সেটি সোজা খালে গিয়ে পড়ে। কিন্তু যেদিকে দরজা ছিল সেদিকে কাত হয়ে পড়ায় বাস থেকে বেরোতে পারেননি বহু যাত্রীই। ওই সময় পাশের ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন চাষী। তাঁরাই দৌড়ে আসেন ঘটনাস্থলে। কয়েকজনকে উদ্ধারও করেন। এরপর দড়ি দিয়ে জলে পুরোপুরি ডুবে যাওয়া বাসটিকে বের করে আনার চেষ্টা করেন তাঁরা। এরপর মৃতদেহগুলিকে ধীরে ঘীরে বের করে আনেন গ্রামবাসীরাই। ইতিমধ্যে ঘটনাস্থলে চলে আসেন পুলিস এবং উচ্চপদস্থ আধিকারিকরা। আসে উদ্ধারকারী দলও। ঘটনার পরই ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ডেপুটি কমিশনারকে সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here