দেশের সময় ওয়েবডেস্ক: শনিবার আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিল, শীত আসতে এখনও কিছুটা সময় বাকি। তবে এদিন আকাশ পরিষ্কার থাকায় আরও কমল তাপমাত্রা। শহর কলকাতার এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে শীত শীত ভাব থাকলেও রাজ্যের অন্যান্য অংশের তুলনায় কলকাতা–সহ দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে ঠাণ্ডা অনেকটাই কম। এদিকে, উত্তরবঙ্গে অবশ্য পারদ অনেকটাই নীচে। এছাড়া রাজ্যের পশ্চিমভাগ অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া–সহ অন্যান্য জেলায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। আগামী দিনে তাপমাত্রা আরও কমবে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। আগেই জানানো হয়েছিল, উত্তুরে হাওয়ার হাত ধরে শীতের আমেজ ফিরবে শহরে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকায় সপ্তাহ শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রাও বেশ খানিকটা কমেছে। এর আগে শুক্রবার সকালে বেশ কিছুটা শীতের অনুভূতিও পান কলকাতা সহ রাজ্যের বাসিন্দারা। ভোরের দিকে হালকা কুয়াশা ছিল। তবে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় বেশ কয়েকদিন ধরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছিল৷ ফলে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ে৷ তার জেরেই ভোর এবং রাতের দিকে শুধু হালকা শীতের অনুভূতি মিললেও দিনে জারি ছিল অস্বস্তি৷ কিন্তু এবার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফের উত্তুরে হাওয়া জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ সব মিলিয়ে শীতের জন্য আর একটু অপেক্ষা করতেই হচ্ছে বঙ্গবাসীকে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here