দেশের সময় ওয়েবডেস্কঃ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৯২ জন। এঁদের মধ্যে এখন অ্যাকটিভ রয়েছেন ৪৪৬ জন। অর্থাৎ এরা এখনও আক্রান্ত। সুস্থ হয়েছে ৩৭ জন। মৃত্যু হয়েছে ৯ জন ভারতীয় নাগরিক এবং একজন বিদেশি নাগরিকের।নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন।

গতকাল আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রেকে ছাপিয়ে গিয়েছিল কেরল। তবে ফের নতুন করে মহারাষ্ট্রে পাঁচজনের শরীরে সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে। এই রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা ১০১। নতুন ৫ জনের মধ্যে চারজন পুণে এবং একজন সাতারার বাসিন্দা।

এর পাশাপাশি প্রথমবারের জন্য মণিপুরেও আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। ইউকে ফেরত এক তরুণীর শরীরে মিলেছে সংক্রমণের নমুনা।
ইতিমধ্যেই কর্নাটক, দিল্লি, মুম্বই, পাঞ্জাব, বিহার, গুজরাত, হিমাচল এবং পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। বাকি সব রাজ্যে একজন করে মারা গেলেও ফিলিপিন্সের নাগরিক-সহ মুম্বইতে মৃতের সংখ্যা ৩।

সারা বিশ্বে ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৮১,৭৬১ জন। মৃতের সংখ্যা ১৬,৫৫৮। উৎস দেশ চিনে প্রকোপ কমলেও কোভিড ১৯ মহামারীর আকার নিয়েছে ইতালি এবং ইরানে। আক্রান্তের সংখ্যার নিরীখে ইতালির দিকেই দ্রুত এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সমগ্র মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার পেরিয়েছে। মৃতের সংক্যা ৫০০-র বেশি। শুধু নিউ ইয়র্ক সিটিতেই মৃত্যু হয়েছে ৬০-এর বেশি লোকের। ক্রমশ বিশ্বজুড়ে ত্রাস তৈরি করছে নোভেল করোনাভাইরাস। আতঙ্কে কাঁপছে গোটা দুনিয়া।

রাজ্যে রাজ্যে লকডাউন চালু করার পরেও অনেক জায়গাতেই সেই নিয়ম অমান্যের অভিযোগ উঠছে। আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই ৯০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। কলকাতার পুলিশ সুপার অনুজ শর্মা টুইট করে জানিয়েছেন আইন ভাঙার দায়ে গ্রেফতার করা হয়েছে ২৫৫ জনকে। পঞ্জাবে লকডাউনকে কার্যকরী করতে কার্ফু জারি করেছে সরকার। মহারাষ্ট্রেও কার্ফু জারি হয়েছে। কোনও কোনও রাজ্যে ১৪৪ ধারাও জারি করা হয়েছে।

দেশ

• রাজ্যসভা নির্বাচন স্থগিত করে দিল নির্বাচন কমিশন।

• ওড়িশার ৩০টি জেলায় ২৯ মার্চ পর্যন্ত লকডাউন জারি।

• আজ রাত ৮টায় জাতির উদ্দেশে কোভিড-১৯ নিয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

• সরকারের নির্দেশ অমান্য করার জন্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ১১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। লকডাউন ভাঙায় প্রায় ৩ হাজার গাড়িচালককে জরিমানা।

• সব রেশনকার্ডধারীদের চাল, চিনি এবং ১ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী।

• মহারাষ্ট্রে আরও ৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

• দিল্লিতে লকডাউন ভাঙার অভিযোগে ৯০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।

• মালয়েশিয়ায় আটকে থাকা ভারতীয়রা চেন্নাইয়ে পৌঁছেছেন।

• মণিপুরে প্রথম করোনা পজিটিভ ধরা পড়ল। ইম্ফলের বাসিন্দা বছর তেইশের এক যুবক লন্ডনে ছিলেন।

• শাহিন বাগ থেকে সরিয়ে দেওয়া হল প্রতিবাদীদের।

• মধ্যপ্রদেশে ৩৮টি জেলায় লকডাউন।

রাজ্য

• আরও দু’জনের করোনা সংক্রমণ ধরা পড়ল কলকাতায়।

• সংক্রমিতদের মধ্যে এক জন মিশর এবং অন্য জন লন্ডনফেরত।

• লকডাইনে স্তব্ধ কলকাতা-সহ গোটা রাজ্য।

• রাস্তাঘাটে সরকারি বা বেসরকারি গণপরিবহণ নেই।

• কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের নাকা চেকিং।

• আইন ভাঙার দায়ে কলকাতায় গ্রেফতার ২৫৫ জন।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্যসম্পর্কে সচেতন।

সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।”দেশের সময়”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here