লিখছেন ~ শ্রীময়ী সেন:
নবকথা ইনিসিয়েটিভ প্রযোজিত প্রসূন গায়েন পারিচালিত এক টি ব্যাতিক্রমী স্বল্প দৈর্ঘ্যের ছবি হল ‘আর মাত্র ২০ মিনিট ‘৷চির দিনই তুমি যে আমার, লে ছক্কা, প্রেম আমার প্রভৃতি ছবিতে গত ১৫ বছর ধরে আভিনেতা হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন প্রসূন গায়েন।
পরিচালক হিসেবে এটি তার প্রথম ছবি। টাকার পেছনে ছুটে চলা আধুনিক সমাজ কে এসকর্ট সার্ভিসের র্যাকেট কিভাবে গ্রাস করছে তাই নিয়ে ‘আর মাত্র ২০ মিনিট’।নিজের ভালবাসাকে ত্যাগ করে গল্পের চরিত্ররা টাকাকে বেছে নেয়।গল্পের বিষয়বস্তু আমাদের মনে করিয়ে দেয় অর্থ হারালে ফেরত পাওয়া যায় কিন্তু ভালবাসা নয়।প্রথম ছরিটির নির্মানেই পরি চালক হিসেবে নিজের দক্ষতার পারিচয়
দিয়েছেন প্রসূন ।অভিনয়ে আছেন সুদীপ্তা ব্যানার্জী, পায়েল চক্রবর্তী, রাজা দত্ত, গোপাল তালুকদার, প্রদীপ ধর,শুভময় চ্যাটার্জী,গার্গী রায় চৌধুরী, প্রসূন গায়েন প্রমুখ।চিত্রনাট্য ও সংলাপ প্রসূন গায়েনের।চিত্রগ্রহণে বিন্যেদকুমার গৌতম ও সম্পাদনায় ঋক বসু।