মা’ কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে বাগদায় গ্রেপ্তার ছেলে

0
2438

দেশের সময়ওয়েবডেস্কঃ ভোর বেলায় কুড়ুল দিয়ে কুপিয়ে বৃদ্ধা মা কে খুন করল ছেলে,ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঘাট পাতিলা পারুইপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানাগিয়েছে বৃহস্পতিবার ভোররাতে ৬১ বছরের বৃদ্ধা সুমিত্রা বিশ্বাসকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছে তারই ছেলে (জয়গোপাল বিশ্বাস )৷স্থানীয় সূত্রে খবর পেয়ে ছেলে জয়গোলকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ ।

এই ঘটনার তদন্তে নেমে বাগদা থানার পুলিশ জানতে পেরেছে ১২ বছর আগে বিয়ে হয়েছিল জয়গোপালের,তাঁর একটি ছেলে এবং একটি মেয়ে আছে , পারিবারিক অশান্তির কারণে স্ত্রী বাপের বাড়িতে চলে যায় । স্ত্রীর সঙ্গে সম্প্রতি ফোনে যোগাযোগ ছিল জয়গোপালের । মাকে মেরে ফেললে স্ত্রী তার সঙ্গে সংসার করবে সেই ভেবেই মাকে খুন করেছে জয় গোপাল এমনই টাটাই অভিযোগ বলে শোনা যাচ্ছে৷এই ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানা পুলিশ ।

যদিও স্থানীয় সূত্রে খবর স্ত্রী চলে যাওয়ার পর থেকেই জয় গোপাল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল বলে খবর৷ সেই কারণেই এই বিপত্তি সে ঘটিয়েছে বলে ধারনা ৷ বৃহস্পতিবার ধৃত জয়গোপালকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে৷ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Previous articleইন্দ্রপতন: প্রয়াত ঋষি কাপুর, মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু বর্ষীয়ান অভিনেতার
Next articleরাহুলকে রঘুরাম রাজন: ‘‌করোনা–পরবর্তী দেশে গরিবদের জন্য ৬৫০০০ কোটি টাকা দরকার’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here