ভারত-বাংলাদেশ মৈত্রী মোটর যাত্রার সূচনা হলো বনগাঁয়

0
1205

পিয়ারী নন্দী, বনগাঁ: ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন আরো জোরালো করার উদ্দেশ্যে ভারত-বাংলাদেশ মৈত্রী মোটর যাত্রার আয়োজন করা হল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের উদ্যোগে রবিবার সকালে বনগাঁর নীলদর্পণ ভবনের সামনে থেকে এই যাত্রার সূচনা হয়। কলকাতা থেকে বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রতন ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতারা। মদন মিত্র জানান, ২১টি গাড়িতে ৬০ জন প্রতিনিধিকে নিয়ে বাংলাদেশের ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় যাওয়া হবে। ৭ ই মার্চ শিলিগুড়িতে এই যাত্রা শেষ হবে।

এদিন সকালে পেট্রাপোল সীমান্ত দিয়ে এই প্রতিনিধিরা বাংলাদেশে প্রবেশ করেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ভিটাতেও যাবেন। ছবি তুলেছেন বিব্যেন্দু পোদ্দার।

Previous articleকে ছারখার করল তার দিল্লি! আমূল গার্লের মন খুব খারাপ,তাকে নিয়ে চিন্তায় নেটিজেনরাও
Next articleগ্রামাঞ্চলের ফুটবল প্রতিভাদের তুলে আনতে ,নিজের গ্রামেই ফুটবল একাডেমি চালু করলেন শিল্টন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here