ইন্দ্রজিৎ রায় শান্তিনিকেতন
রবিবার দিনভর তল্লাশি চালিয়ে প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। এই দিন বোমা উদ্ধার সহ বিভিন্ন পুরনো মামলায় অভিযুক্ত প্রায় ৩৯৯ জন কে আটক করে জেলা পুলিশ। বীরভূমের দুবরাজপুর সদাইপুর লাভপুর নানুর সহ বিভিন্ন থানা থেকে মোট ১১২ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ১২ রাউন্ড গুলি এবং আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং।
উল্লেখ্য গত ৩o শে জুন বীরভূমের মল্লারপুরের একটি ক্লাব বিস্ফোরণে উড়ে যায়, তার দিন চারেক পর ই লাভপুরের দ্বারকা স্বাস্থ্য কেন্দ্রের একটি পরিত্যক্ত আবাসনে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মজুত বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা গুলি ঘটেছে।
৪ দিনে জোড়া বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন ও পুলিশ। এই ঘটনার জেরে লাভপুর থানার এসআই পার্থ সাহা ও মল্লারপুর এলাকার সংশ্লিষ্ট থানার ওসি টুবাই ভৌমিক কে সাময়িকভাবে সাসপেন্ড করা হয় এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। এরপর দফায় দফায় তল্লাশি চালিয়ে আজ সাফল্য পায় বীরভূম জেলা পুলিশ।