বিহার ও উত্তরপ্রদেশের সঙ্গে ৭ দফায় লোকসভার ভোট হবে বাংলায়, জানাল জাতীয় নির্বাচন কমিশন

0
781

দেশের সময়ওয়েবডেস্কঃ দেশের ৫৪৩ টি লোকসভা আসনে ভোটে নির্ঘন্ট ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

এক ঝলকে:

  • ৩ জুনের মধ্যে সপ্তদশ লোকসভা গঠন করতে হবে।
  • মোট ভোটারের সংখ্যা ৯০ কোটি। নতুন ভোটারের সংখ্যা দেড় কোটি।
  • ভোটে দশ লক্ষ পোলিং স্টেশন থাকবে।
  • ইভিএমে প্রার্থীদের ছবি থাকবে।
  • যে সব প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তাঁদের কেন্দ্রে ভোট গ্রহণের আগে অন্তত তিন দিন স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তা জানাতে হবে।
  • ভোটের ৪৮ ঘন্টা আগে লাউড স্পিকার ব্যবহার বন্ধ করতে হবে।
  • রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।
  • পর্যাপ্ত সংখ্যায় পর্যবেক্ষক, পুলিশ, পর্যবেক্ষক, মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হবে।
  • ভোটের আগে রুট মার্চ করবে আধা সামরিক বাহিনী
  • ভোটের দিন কোনও অনিয়ম দেখলে ভিডিও তুলে কমিশনকে পাঠাতে পারেন কোনও ভোটার।
  • সাত দফায় হবে লোকসভা ভোট।
  • প্রথম দফার নির্বাচন ১১ এপ্রিল, ২০১৯।
  • দ্বিতীয় দফার নির্বাচন ১৮ এপ্রিল, ২০১৯।
  • তৃতীয় দফার নির্বাচন ২৩ এপ্রিল, ২০১৯।
  • চতুর্থ দফার নির্বাচন ২৯ এপ্রিল, ২০১৯।
  • পঞ্চম দফার নির্বাচন ৬ মে, ২০১৯।
  • ষষ্ঠ দফার নির্বাচন ১২ মে, ২০১৯।
  • সপ্তম দফার নির্বাচন ১৯ মে, ২০১৯।
  • ভোটের ফলপ্রকাশ ২৩ মে, ২০১৯।
  • প্রথম দফার ভোটে ২০ টি রাজ্যের ৯১টি আসনে ভোট হবে।
  • দ্বিতীয় দফায় ১৩টি রাজ্যের ৯৭টি আসনে ভোট হবে।
  • তৃতীয় দফায় ১৪টি রাজ্যের ১১৫টি আসনে ভোট হবে।
  • চতুর্থ দফায় ৯টি রাজ্যের ৭১টি আসনে ভোট হবে।
  • পঞ্চম দফায় ৭টি রাজ্যের ৬১টি আসনে ভোট হবে।
  • ষষ্ঠ দফায় ৭টি রাজ্যের ৪৯টি আসনে ভোট হবে।
  • সপ্তম দফায় ৮টি রাজ্যের ৫৯টি আসনে ভোট হবে।
  • পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট, জানাল কমিশন। ছবি-সংগৃহীত৷
Previous articleবিনা নেমন্তন্নে ঢুকে পড়েছিলেন মুকুল রায়, জানালেন ফিরহাদ হাকিম,পদে থাকছেন সব্যসাচী
Next articleবাংলায় কবে কোথায় ভোট, বেনজির ঘটনা,৭দফায় ভোট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here