বিজেপির মহিলা কাউন্সিলরকে অপহরণের অভিযোগ বনগাঁয়

0
1184
‌দেশেরসময়,বনগাঁ ঃ বনগাঁ পুরসভার অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে প্রতিদিনই নতুন ঘটনা ঘটছে। এবারে সেই কান্ডে নতুন সংযোজন অপহরণ। সদ্য বিজেপিতে যোগ দেওয়া পুরসভার এক মহিলা কাউন্সিলর এই পুরসভারই নতুন করে বিজেপিতে যোগ দেওয়া দুই কাউন্সিলরের বিরুদ্ধে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ দায়ের করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
১২ জুন বনগাঁ পুরসভার তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই ১৪ জন কাউন্সিলর। কিন্তু তৃণমূল নেতৃত্ব এ ব্যাপারে কোনও ব্যবস্থা গ্রহন না করায় পরে তাঁদের মধ্যে ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। পরবর্তীতে তাঁরা আদালতের দারস্ত হন। আদালতের নির্দেশক্রমে ১৬ জুলাই আস্থা ভোট গ্রহনের কথা রয়েছে। তার আগে ১২ জুলাই বিজেপি কাউন্সিলর সম্পা মোহান্ত বনগাঁ থানায় লিখিত অভিযোগে জানান, গত ২৯ জুন দুই বিজেপি কাউন্সিলর হিমাদ্রী মন্ডল এবং কার্তিক মন্ডল তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি গাড়িতে তোলেন। সেই গাড়িতে আরও দুজন অচেনা লোক ছিল। তারা সম্পার মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করে দূরে একটি বাড়িতে আটকে রাখে। পরে তাঁর স্বামীর কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চায়। তাঁর স্বামী ৩ লক্ষ টাকা জোগাড় করে তাঁকে ছাড়াতে এলে তাঁর স্বামীকেও আটকে রাখা হয়। গত কয়েকদিন এইভাবে আটক থাকার পর অবশেষে ১১ জুলাই সেই বাড়ি থেকে সুযোগ বুঝে তিনি এবং তাঁর স্বামী পালিয়ে বাড়ি ফিরতে সমর্থ হন। পুলিশের কাছে লিখিত আকারে এমনই দাবি করেছেন সম্পা। যদিও গোটা ঘটনাটিকে মিথ্যা বলে এর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে পাল্টা অভিযোগ বিজেপি নেতৃত্বের। এ ব্যাপারে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, আস্থা ভোটে বিজেপি যাতে বোর্ড গঠন না করতে পারে, তারজন্য তৃণমূল ভয় দেখিয়ে সম্পা মোহান্তকে দিয়ে এই মিথ্যা অভিযোগ দায়ের করেছে। পুলিশ তৃণমূলের নির্দেশে বিজেপি কাউন্সিলরদের সমস্যায় ফেলতে চাইছে। 
Previous articleজনসন বেবি পাউডার থেকে ক্যানসারের আশঙ্কা! মার্কিন যুক্তরাষ্ট্রে ফৌজদারি তদন্তের মুখে সংস্থা
Next articleএক আকাশে দুই চাঁদ দেখা যাবে চিনে, ২০২০ সালেই আলো দেবে রাতের শহরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here