দেশেরসময়ওয়েবডেস্কঃ বিজেপি ,বাংলাকে প্রচুর অপমান করেছে। বাংলাকে সব অপমানের ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব।’ রবিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে আয়োজিত জনসভায় এই ভাষাতেই ‌বিজেপি সরকারকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করছে বিজেপি। অবসরপ্রাপ্ত অফিসারকে বাংলায় ভোটের কাজে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব দিয়ে আনা হয়েছে, এবং ওই অফিসার মোদীকে ভোট দিতে বলছেন সবাইকে। এব্যাপারে তাঁর কাছে সব প্রমাণ আছে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় তা প্রকাশ করে আইনি পথে ব্যবস্থা নেবেন। কারণ কেন্দ্রীয় বাহিনীকে তিনি ভয় পান না। জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কয়েক কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলায় মানুষদের মধ্যে বিলি করার জন্য। অথচ সিবিআই তাঁকে গ্রেপ্তার না করে কলকাতার পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে। ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ায় এবং ওড়িশা থেকে মেদিনীপুরে বহিরাগতদের রাজ্যে ঢোকানো হয়েছে। মমতার সন্দেহ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যেই উর্দি পরে আরএসএস–এর ক্যাডাররা মিশে রয়েছে। তাঁর সাফ মন্তব্য, ‘‌ভদ্রতা দেখালে ভদ্রতা পাবে, অসৌজন্যতা দেখালে অসৌজন্যতা পাবে। এদিন বাসন্তিতে এমনই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here