বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর

0
1126

দেশেরসময় বনগাঁ: সমস্ত জল্পনা শেষে অবশেষে বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ইতিমধ্যেই ঠাকুরনগরে তার কর্মী-সমর্থকরা যজ্ঞ শুরু করেছেন। শুরু হয়ে গেছে আবির খেলা এদিন সকালে ভোট গণনা শুরু হতে প্রথম থেকেই পাচ্ছিলেন শান্তনু ঠাকুর ৷এরপর যত গণনা এগিয়েছে প্রত্যেকটি রাউন্ডেই প্রায় জয়ের ব্যবধান বাড়তে শুরু করে শেষ পর্যন্ত বেসরকারি সূত্রে খবর অনুযায়ী এই লোকসভা কেন্দ্রের স্বরূপনগর বিধানসভা পাবে বাকি ৬ টি বিধানসভা তেই তৃণমূলের হার হয়েছে সব মিলিয়ে প্রায় লক্ষাধিক ভোটে জয়ী হতে চলেছেন শান্তনু ঠাকুর ।

এরমধ্যে উল্লেখযোগ্য বনগাঁ পৌরসভা পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে একমাত্র ১৭ নম্বর ওয়ার্ডে শতাংশ ভোটে পড়েছে তৃণমূলে প্রার্থী বাকি ২১ টি ওয়ার্ডে ভোট পড়েছে বিজেপি প্রার্থীতে৷ সব মিলিয়ে এখন জয়ের আনন্দে মেতে উঠেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা৷ এই ফলে স্বভাবতই খুশি শান্তনু ঠাকুর তিনি জানান সবটাই তার পক্ষে গেছে শুধু তাই নয় রাজ্যের সর্বত্র ভোট বিজেপির দিকে গেছে তিনি বলেন সাংসদ হিসেবে তার অনেক কিছু কাজ করা বাকি তারমধ্যে উল্লেখযোগ্য বিষয় মতুয়াদের নাগরিকত্ব৷

Previous articleভোটে হার মানেই পরাজয় নয়’‌ মমতার টুইট
Next articleপাহাড়ের হাসিও ম্লান,সেখানেও খেসারত দিলেন দিদি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here