ফের নায়িকা ‘সংবাদ’,বিজেপিতে যোগ দিতে রাজ্য দফতরে রিমঝিম সহ এক ঝাঁক তারকা

0
1010

দেশের সময়,ওয়েবডেস্কঃ ফেরবিজেপিতে তারকা যোগ দিচ্ছেন। সূত্রের খবর এদিন গেরুয়া বাহিনীতে যোগ দিতে চলেছেন টলি তারকা রিমঝিম মিত্র-সহ আরও কয়েকজন। ইতিমধ্যেই তাঁরা রাজ্য বিজেপি দফতরে পৌঁছেছেন। সূত্রের খবর, রিমঝিমের সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন অভিনেতা সুরজিৎ চৌধুরী এবং মডেল পামেলা গোস্বামী। এছাড়াও তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতা ক্রীড়া সেলের পর্যবেক্ষক রাজু আয়াঙ্গারের এদিনই বিজেপিতে যোগ দেওয়ার কথা।

গত বৃহস্পতিবারই দল বেঁধে বিজেপিতে যোগ দিয়েছেন এক ঝাঁক টলিউড তারকা। ওই দলে বড় পর্দা ও ছোট পর্দার অনেকেই রয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র, কাঞ্চনা মৈত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গাঙ্গুলী, অরিন্দম হালদার (লামা)। যোগ দিচ্ছেন টেলিতারকা ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র-সহ একাধিক ব্যক্তিত্ব।

রয়েছেন, টেলিভিশন ও রূপোলি পর্দার চেনামুখ মৌমিতা গুপ্ত, রূপা ভট্টাচার্য, রূপাঞ্জনা মৈত্র, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা বসু, ঋষি কৌশিক, পার্ণো মিত্র, লামা সহ আরও অনেকে৷ তবে, যোগদানের এই পর্ব এই সবে শুরু – বলে দাবি করে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপির হাতে যে তালিকা রয়েছে , তাতে মোট ৭২ জন শিল্পীর নাম আছে। রয়েছেন টলিউডের সেরা নায়কদের বেশ কয়েকজন।

তবে, সেই নায়ক-নায়িকারা বাক্তিগতস্তরে তাঁদের নাম প্রকাশ না করার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন। শুধু সেই কারণেই, বিষয়টি নিয়ে গোপনীয়তা রাখা হচ্ছে। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা বলেন, “টলিউডের যোগদান পর্ব লাগাতার চলবে। সেলিব্রিটিদের নামের বিষয়টি নিয়ে গোপনীয়তা রক্ষা তো করতেই হবে। তবে আমাদের কাছে যে তালিকা রয়েছে , তাঁদের বেশিরভাগই সিনেমা বা টিভি সিরিয়ালের অভিনেতা বা অভিনেত্রী।” এদিন তাদের মধ্যেই আরও কয়েকজ যোগ দিলেন বিজেপিতে।

যা খবর, লোকসভা নির্বাচনে ফল প্রকাশিত হওয়ার পর থেকেই টলি পাড়ার কুশলীরা গেরুয়া শিবিরে যোগাযোগ শুরু করেন। তাঁদের নামের তালিকাও তৈরি হয়েছিল। সেই মতোই বৃহস্পতিবার দিল্লিতে টলিউড চিত্র তারিকদের যোগদান করিয়ে চমক দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির যে শীর্ষ নেতারা বিষয়টি দেখছেন, তাঁদের একজনের বক্তব্য, এই অভিনেতা – অভিনেত্রীরা কোনও শাখা সংগঠনে যোগ দিচ্ছেন না। সরাসরি পার্টিতে যোগদান করছেন। দলের হয়েই প্রচার করতে চান এরা। আগামীদিনে দলের ঝান্ডা হাতেই এদের দেখা যাবে।

Previous articleএকুশের সমাবেশে আসার পথে বাসেই সন্তান প্রসব,নাম রাখলেন একুশি
Next articleরান্না ডিম পাহারা দিয়েছে পুলিশ, দিলীপের আক্রমণে তৃণমূল ও ডিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here