প্রতারণার অভিযোগে ধৃত গোপাল নগরে কবির হোসেন:

0
1020

দেশের সময় ওয়েব ডেস্ক:বাগদা থানা মধুপুর গ্রামের বাসিন্দা জুলফিকার আলী কে মালেশিয়ায় মাসে 40 হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার নাম করে কিছুদিন আগে 70 হাজার টাকা নেয় গোপালনগর এর কবির হোসেন কথামতো মালেশিয়া গেলেও সেখানে জুলফিকার এক প্রকার বিক্রি হয়ে যায় বেতন তো দূরের কথা তাকে খাবারও দেওয়া হতো না বলে অভিযোগ,অসুস্থ হয়ে গেলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়নি এবং তাকে দিয়ে রড বহনের কাজ করানো হতো এমনই অভিযোগ জুলফিকারের পরিবারের৷ জুলফিকার তার বাড়িতে যোগাযোগ করলে,পরিবারের পক্ষ্য থেকে তার মা বাবা থানায় অভিযোগ দায়ের করে, গত বৃহঃস্পতিবার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ৷ শুক্রবার বনগাঁ আদালতে তোলা হয়৷

Previous articleব্যারাকপুরে মৎস্য গবেষণা সংস্থা পরিদর্শনে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রীঃ
Next articleDesi idol , (foreign )Italian soul

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here