পিটি উষাকে বিরল সম্মান দিল বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা

0
709

দেশেরসময় ওয়েবডেস্কঃ বিরল সম্মান পেলেন পিটি উষা। দেশের সর্বকালের সেরা মহিলা অ্যাথলিটকে ‘‌ভেটেরান পিন’‌ হিসেবে মনোনীত করল আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থা। দেশের অ্যাথলেটিক্সকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন পিটি উষা।

একসময় তাঁকে বলা হত ‘‌কুইন অফ ট্র‌্যাক অ্যান্ড ফিল্ড’‌। ১৯৮৫ সালে এশিয়ান গেমসে পাঁচটি সোনা ও একটি রুপো পেয়েছিলেন পিটি উষা। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার তরফে লেখা চিঠিতে পিটি উষাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘‌বিশ্ব অ্যাথলেটিক্সকে সেবা করার জন্য আপনাকে এই সম্মান জানানো হল।’‌

সেপ্টেম্বরে কাতারে হবে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পিটি উষাকে।
১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে উঠেছিলেন পিটি উষা। কিন্তু এক সেকেন্ডের জন্য তিনি ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন। বিশ্ব অ্যাথলেটিক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে পিটি উষা বলেছেন, ‘‌বিরল সম্মানের জন্য বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থাকে ধন্যবাদ জানাই।’‌

Previous articleবনগাঁর বিজেপি নেতাদের বিরুদ্ধে সুয়োমোটো মামলা পুলিশের
Next articleবিজেপিতে চাঁদের হাট, দিল্লিতে বাংলার এক ঝাঁক তারকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here