‘দেশের সময়-পুজোর সময়’ পুজো পরিক্রমা- অর্পিতা দে

0
1153

‘দেশের সময় পুজোর সময়’_পুজো পরিক্রমা:

দেখুন ভিডিওঃ

বর্ষাসুরের চোখরাঙানি মাঝেই সুচিনা হলো দেবীপক্ষের।উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে মহালয়ার দিন সকালে সারা জল দেবীর চক্ষুদান পর্ব। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে পুজোর প্রস্তুতি ৷

৮৬ তম বর্ষের পুজো শোভাবাজার বটতলা সার্বজনীনের এবারের থিম ‘মায়ামৃগ’ ।শিল্পী বিশ্বজিৎ বড়ুয়া জানালেন, এবারে তিনি বিভিন্ন ইনস্টলেশন আর্টের মাধ্যমে মানুষ যে অলীক সুখের পিছনে ছুটে বেড়ায় ও এক নিজ একা হয়ে যায় তাই তিনি তুলে ধরেছেন৷ উত্তর কলকাতার আর এক পুরানো পুজো ৮৭ তম বর্ষের নলিন সরকার স্ট্রএর এবারের পুজোর থিম কর্মই ধর্ম।বিভিন্ন ধর্মাবলম্বী শ্রমজীবী মানুষের কর্মের মধ্য দিয়েই মানুষের সাথে সমাজের একাত্মতা তুলে ধরছেন শিল্পী মানস দাস৷to উত্তর কলকাতার অন্যতম পুজো হাতিবাগান সার্বজনীন এবারে ৮৫ তম বর্ষে, তুলে ধরেছে বাংলার চালচিত্রকে৷বিভিন্ন ধরণের চালচিত্রের কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বাংলার এই শিল্প৷

Previous articleসকাল থেকে বৃষ্টি,সপ্তমী থেকে দশমী পর্যন্ত কী বৃষ্টি হবে? জেনেনিন কি বার্তাদিচ্ছে আবহাওয়া দপ্তর
Next article‘ট্রাভেলগ’- নাকো লেক:শম্পা গুহ মজুমদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here