দেশের-কবিতা:

0
807

আমরা ক’জন প্রাচীর

সপ্তর্ষি হোড়

সব নদীই কি বাঁক নিতে পারে ,

সামনে মানুষ আছে না !

নদী থাক , চলো আমরাই বাঁক নিই ৷

কত নদী শুকিয়ে গেছে ,

কত পথ থমকে গেছে ,

সূর্য ঠিক জায়গায়ই আছে ,

চাঁদ ঠিক জায়গায় ,

পৃথিবীও ঠিক কক্ষপথে ।

শুধু ডুমো ডুমো ব্রণ হয়ে কালে গেছে সুন্দরী মুখ

যে দ্যাখে সে অতৃপ্ত , যাকে দ্যাখে সেও অতৃপ্ত ,

অস্থির মানুষে ঢাকা প্রকৃতি ,

চারিদিকে বারণ অমান্য হাত I

যারা গাছের ছায়ায় , জলের ঢেউ-এ , মাটির বিছানায়

তারাই কেবল শান্ত ৷

মাঝখানে আমরা ক’জন প্রাচীর ,

দুই দিক সমান ভাবে দেখি I

অক্ষর গাঁথা আমাদের স্বভাব ,

অক্ষর গেঁথে পৃথিবীর ব্রণভরা মুখ

সারাতে চেয়েছি বার বার ৷

কালে নয় ,বদলে গেছে সুন্দরী মুখ৷

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Previous articleবসিরহাট পশ্চিম চক্র আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
Next articleলাল ঝান্ডায় স্তব্ধ কলকাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here