জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু বুধবার থেকেই , কী কী বিধি মানতে হবে জানুন

0
314

দেশের সময় ওয়েবডেস্কঃ সামনেই জগদ্ধাত্রী পুজো । এই সময় ভিড় উপচে পড়ে চন্দননগরে। তবে করোনার জন্য গতবছর থেকেই রাশ টানা হয়েছে। এবারও জগদ্ধাত্রী পুজো নিয়ে বিশেষ ব্যবস্থা ঘোষণা করল নদিয়া ও হুগলি প্রশাসন।

আগামী ১২ ও ১৩ তারিখ রাতের বিধিনিষেধ শিখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার প্রকোপ বাড়ায় রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত মানুষের যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপ করা ছিল। জরুরি পরিষেবা ছাড়া ওই সময় বাড়ির বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে উৎসবের কারণে সেই বিধি শিথিল করা হল।

দুর্গাপুজো মিটতেই রাজ্যে বেড়েছে করোনা রোগীর সংখ্যা। যা রীতিমতো চিন্তায় ফেলেছে সরকারকে। উৎসবের মরসুমে তাই করোনার গ্রাফ নিয়ন্ত্রণ করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কালীপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও কিছুটা ছাড় দেওয়া হচ্ছে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় কড়া নজরদারি চালানোরও ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্য রাখা হবে করোনা বিধি মানা হচ্ছে কিনা সেইদিকে। জগদ্বাত্রী পুজোর ভিড়ের ওপর নজরদারি করতে ওয়াচ টাওয়ার, হিডেন ক্যামেরারও ব্যবস্থা করা হচ্ছে। ড্রোন উড়িয়েও নজরদারি চালানো হবে।

Previous articleনতুন বছরেই চালু হবে টালা ব্রিজ , জানালেন মলয় ঘটক
Next articleMamata Finance Minister: ‌অর্থমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জির জায়গায় নতুন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here