খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছেন ৬-৭ জন সাংসদ’, ফিরতে পারেন শুভেন্দুও!নাম না করে বিস্ফোরক মন্তব্য জ্যোতিপ্রিয়র

0
2930
হাবরায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছবি-দেবানন্দ পাইন

দেশের সময় ওয়েবডেস্কঃ তৃণমূল ছাড়ার চেষ্টায় থাকা নেতাদের আগাম খবর এতদিন শোনা যাচ্ছিল বিজেপি নেতৃত্বের গলায়। এবার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চাঞ্চল্যকর দাবি। তিনি বলেন, তৃণমূলে যোগ দিতে চলেছেন ৬ থেকে ৭ জন সাংসদ। হাবরার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। 

মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তীতে উত্তর ২৪পরগনার হাবরায় শোভাযাত্রায় বিস্ফোরক মন্তব্যটি করেন জ্যোতিপ্রিয়।  কলকাতার সিমলাস্ট্রিটে স্বামীজির জন্মদিন উপলক্ষে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যাওয়া প্রসঙ্গে জ্যোতিপ্রিয়(খাদ্যমন্ত্রী) বলেন,  ‘উনি কেন আজকের দিনে এখানে আসলেন আমি জানি না। ওঁর ভাবনা-চিন্তা নিয়ে আমার এখনও ধোঁয়াশা রয়েছে যে, আগামী চার-পাঁচ মাস শুভেন্দু আদৌ বিজেপিতে থাকবেন কি না। উনি হয়তো নিজের আখের গুছিয়ে বিজেপি ছেড়ে দেবেন।

একটি লোকও ভারতীয় জনতা পার্টিতে থাকবে না। আমি বলছি, ৬ থেকে ৭ জন সাংসদ খুব শিগগিরই তৃণমূলে যোগ দেবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এরা তৃণমূলে চলে আসবে। এবং আমাদের দল থেকে যে কজন বিধায়ক বিজেপিতে গিয়েছিল, সে ক’জনও লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাঁরাও ইতিমধ্যে বলতে শুরু করেছেন, যে আমাদের একটু জায়গা করে দিন। ভুল হয়েছে, আমরা আবার ফিরে আসতে চাই।’

শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মতো সদ্য বিজেপিতে যোগদান করা নেতারা বিভিন্ন সভা থেকে তৃণমূলের দুর্নীতি যোগ নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, ‘যারা তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলছে, তারা সবাই সারদার দুর্নীতিতে যুক্ত। এই সব নেতাদের ইনকাম ট্যাক্স, ইডি ডাকছে কারণ এরা অত্যাধিক টাকা উপার্জন করে ফেলেছেন, যা উপার্জন করা বা হজম করার ক্ষমতা নেই। সেই জন্য তাদের ডাক দিচ্ছে। আর ওই ডাকেতেই তারা বিজেপিতে যোগদান করছে। এরাই আগামীর দিনে মে মাসের শেষে তৃণমূলে ফেরার জন্য লাইন লাগাবে কিন্তু লাইন দিলেও আর রাস্তা থাকবে না। তাদের দলে নেওয়া হবে কিনা ভেবে দেখা হবে।’ 

মতুয়া সম্প্রদায়কে নতুন নাগরিকত্ব দেওয়া নিয়ে জ্যোতিপ্রিয় বলেন, ‘মতুয়া নাগরিক তাঁরা ইতিমধ্যেই ভোট দিয়েছেন সুতরাং তাঁদের নতুন করে নাগরিকত্ব নেওয়ার কোনও প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন। সুতরাং ওদের জয় হয়ে গেছে, উল্লাস করা উচিত। আনন্দ করা উচিত। ‘

Previous articleবিবেকানন্দর জন্মদিনে বিজেপির বিবেক নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next articleকালীঘাটেও কি পদ্ম ফুটছে?মুখ্যমন্ত্রীর ভাইয়ের কথায় জল্পনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here