দেশের সময় ওয়েবডেস্কঃ মঙ্গলবার সকালেই মিলল শীতের আমেজ। ঝঞ্ঝার ঘেরাটোপ কাটিয়ে জোরদার হতে শুরু করেছে উত্তুরে হাওয়া। দিল্লির তাপমাত্রা ৭–৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমেছে। তাপমাত্রা নামছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি। মঙ্গলবার পারদ গিয়ে দাঁড়াল ১৬ ডিগ্রির দোরগড়ায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি।
আগামী দু’দিন রাজ্যে বইবে শীতল হাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবারের মধ্যেই কলকাতায় রাতের তাপমাত্রা আরও নামতে পারে। তবে তা দু’তিনদিনের বেশি স্থায়ী হবে না। তারপর আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে অল্প অল্প করে। কিন্তু পরপর ধেয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝার ফাঁক গলেই মঙ্গলবার ও বুধবার এই রাজ্য–সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে উত্তর–পশ্চিমের শীতল বাতাস বয়ে যেতে পারে। ফলে সাময়িক হলেও তাপমাত্রা পড়তির দিকে থাকবে বলে আশা করা হচ্ছে।
জেলায় মঙ্গলবার তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিনে তা ১২–১৩ ডিগ্রিতেও নেমে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে। মেঘমুক্ত থাকবে আকাশ। এই বছর নভেম্বরে ঠান্ডার অনুভূতি অনেক কম ছিল। তবে এবার শীত পড়ে যাবে ভালভাবেই।