১২ বছর বন্ধ থাকার পর মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় ফের চালু হল রাজ্যের একমাত্র স্পোর্টস স্কুল

0
611

দেশের সময়, হাবরা: ১২ বছর ধরে বন্ধ থাকা রাজ্যের একমাত্র স্পোর্টস স্কুল মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় ফের চালু হল। সোমবার আনুষ্ঠানিকভাবে চালু করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

২০০১ সালে এই বিদ্যালয় চালু হয়। পরিকাঠামোর অভাবে ২০০৮ সালে ছাত্র ভর্তি বন্ধ হয়ে যায়। তারপর থেকে বন্ধই ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সোমবার হাবরায় ১২ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ডঃ বি.আর.আম্বেদকর স্পোর্টস স্কুলে নবরুপে পঠন পাঠন শুরু হল।

এই অনুষ্ঠানে উপস্থিত আছেন হাবরার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক , জেলাশাসক চৈতালী চক্রবর্তী,পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল ক্রীড়া কাউন্সিলের সাধারন সম্পাদক দিলীপ যাদব,বিধায়ক দিপেন্দু বিশ্বাস সহ শিক্ষা দপ্তরের আধিকারীকবৃন্দ ।

ছবি তুলেছেন দেবানন্দ পাইন ৷

Previous articleপ্রেমের সৌধ তাজ দেখে মুগ্ধ ট্রাম্প-মেলানিয়া
Next articleঘনিষ্ট মুহূর্তের ছবি ও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল? নিউ ব্যারাকপুরের মা-মেয়েকে জ্যান্ত পোড়ানোর তদন্তে ধন্দে পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here