দেশের সময, হাবড়া: মাছ ধরতে গিয়ে মাঝ বয়সী ব্যক্তির জলে পড়ে মৃত্যু,, এলাকায় শোকের ছায়া। ।
ঘটনাটি হাবড়া থানার হিজলপুকুর আনন্দময়ী কালি মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুখেন দাস
৫০, পেশায় সেলাই কারিগর ।
মৃত ব্যক্তির খুব মাছ ধরার নেশা ছিল বলে জানা গেছে, রবিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে ফিরে এসে ছিপ নিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায়। রাত নটা নাগাদ বাড়ি ফিরছেনা দেখে খোজা খুজি করতে পুকুরে গেলে পুকুর পাড়ে ছিপ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন। জলে নেমে খোঁজ করতেই ভেসে ওঠে সুখেন দাসের মৃত দেহ। সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে। পরিবার সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিল। এর আগেও কয়েকবার মাছ ধরতে গিয়ে জলে পড়ে গেছিল । সোমবার দেহ ময়নাতদন্ত করা হবে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।