হাইকোর্টের নির্দেশে ভাটপাড়ায় আস্থা ভোট মঙ্গলবার, আইনশৃঙ্খলা দেখতে হবে এসপিকে

0
372

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের আস্থা ভোট হবে ভাটপাড়া পুরসভায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, মঙ্গলবার দুপুর একটার সময় ভাটপাড়া পুরসভার মূল ভবনে আস্থা ভোট নিতে হবে।

এদিন ডিভিশন বেঞ্চ বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, পুরসভার চেয়ারম্যান ও উত্তর ২৪ পরগনার জেলাশাসক—দু’জনকেই আস্থা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে হবে। জেলার পুলিশ সুপারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি নিশ্চিত করতে বলেছে ডিভিশন বেঞ্চ। গোটা ভোট প্রক্রিয়া কেমন ভাবে সম্পন্ন হচ্ছে তার রিপোর্ট মুখবন্ধ খামে আগামী বৃহস্পতিবার আদালতে পেশ করতে হবে জেলা শাসককে।

গত বৃহস্পতিবার মহানাটক দেখেছিল ভাটপাড়া। সকালে আস্থা ভোটে ১৯-০ ব্যবধানে বিজেপিকে হারিয়ে দিয়েছিল তৃণমূল। শুরু হয়ে গিয়েছিল উৎসব। কিন্তু তা ছ’ঘণ্টাও স্থায়ী হয়নি। বিকেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা ওই আস্থা ভোট খারিজ করে দেন। জানিয়ে দেন, ভাটপাড়ার ভবিষ্যৎ পুর আইন মেনে ঠিক হবে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা আদালত বলে দেবে।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা করেছিল তৃণমূল। কিন্তু বৃহস্পতিবারের রায়ের কপি তৃণমূল জমা না দিতে পারায় মামলা খারিজ করে দেয় আদালত। বিকেলে মামলার কপি নিয়ে একই ডিভশন বেঞ্চে শুনানির আবেদন করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন গ্রহণ করে আদালত। এদিন সেই শুনানির শেষে মঙ্গলবার ভোটের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

ভাটপাড়া পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৩৫টি। অর্জুন সিং সাংসদ হওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন। মৃত্যু হয়েছে ভীম সিং নামের এক কাউন্সিলরের। একটি ওয়ার্ড দখলে রয়েছে বামেদের। ফলে এই মুহূর্তে বোর্ড গড়তে দরকার ১৭ জন কাউন্সিলরের সমর্থন। পাঁচজন কাউন্সিলর দল বদল করেননি। তাঁরা তৃণমূলেই রয়ে গিয়েছিলেন। মাঝে পুরনো দলে ফেরেন ১২জন কাউন্সিলর। শাসকদলের বক্তব্য, বোর্ড গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা তাদের আছে। গত বৃহস্পতিবার তা প্রমাণ করেছিল তৃণমূল। শাসকদলের নেতাদের দাবি, মঙ্গলবারও হারবে বিজেপি। বোর্ড গড়বে তারাই।

Previous article“যশোরের যশ খেজুরের রস ” ওপার বাংলার খেজুর গুড় মিলছে এপার বাংলায়
Next articleব্যাঙ্ক থেকে রেল প্রচুর চাকরি ২০২০-তে, দেখুন তালিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here