স্যান্ডউইচ

0
1543


‘স্যান্ডউইচ’ এই শব্দটার সাথে পরিচিতি আমাদের সকলেরই আছে, অতিশয় প্রিয় সর্বজনগ্রাহ্য একটি সুস্বাদু সহজলভ্য খাদ্যবস্তু হিসেবে৷ দেশে ও বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে স্যান্ডউইচ প্রস্তুতকারক বেশকিছু বানিজ্যিক সংস্থা ও প্রতিষ্ঠানও। কিন্তু যাকে নিয়ে এতো জনপ্রিয়তা তার আসল উৎপত্তি কোথায় তাও একটু জানা প্রয়োজন
দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের স্টোর নদীর উপর অবস্থিত কেন্ট প্রশাসনিক বিভাগের অন্তর্গত ডোভার জেলার এক উপকূলবর্তীয় ঐতিহাসিক শহর স্যান্ডউইচ৷ যেখানে প্রায় হাজার পাঁচেক মানুষের বসবাস৷ স্যান্ডউইচ এক সময় ইংল্যান্ডের এক অন্যতম পোর্ট হিসেবেও খ্যাত ছিল। যেখানে আজও বর্তমান অতীতের সেইসকল চিহ্ন৷ যদিও স্যান্ডউইচ মূলত একটি প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র এবং এখানে রয়েছে পৃথিবী খ্যাত দুটি গল্ফ কোর্স রয়েল সেন্ট জর্জ এবং প্রিন্স এর। শিক্ষা এবং সংস্কৃতির দিক থেকেও শহরটির বিশেষ পরিচিতি রয়েছে।তবে শুধুমাত্র একটি উপলবর্তী শহর হিসেবেই নয়, জন মন্ত্যাগু ফোর্থ আর্ল অফ স্যান্ডউইচ এর হাত ধরে এই স্যান্ডউইচ মানুষের দৈনন্দিন জীবনের খ্যাদ্যতালিকায় ঢুকে পড়েছে সুদূর অতীতেই
জন মন্ত্যাগু ছিলেন একজন বিশিষ্ট্য ব্রিটিশ রাজনীতিবিদ৷ জন তার ঠাকুরদা এডওয়ার্ড মন্ত্যাগু’র অনুসৃত ছিলেন, ১৭২৯ খ্রিস্টাব্দে তার ১০ বছর বয়সে খেতাব অর্জন করেন আর্ল অফ স্যান্ডউইচ। তিনি সারাজীবন প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ দক্ষতা ও ক্ষমতা অর্জন করেছিলেন
শোনা যায় জন একবার তার ভৃত্যকে খাবারের জন্য মাংস অর্ডার করেছিলেন এবং বলেছিলেন তিনি তা যেন আনেন দুটি রুটির মধ্যে ঢুকিয়ে৷ তারপর বাকিরাও সেই একই খাবার অর্ডার করতে থাকেন স্যান্ডউইচ কে অনুসরণ করে৷ আর সেই থেকেই ‘স্যান্ডউইচ‘ বিশেষ একটি খাবার হিসেবে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করলো। স্যান্ডউইচ মূলত পশ্চিমের দেশ গুলিতে বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং পরে তার জনপ্রিয়তা ছড়িয়ে পরে সারা পৃথিবীতে। স্থান কাল পাত্র বিশেষে তৈরী হয় তার উপকরণও। মূলত দুটি রুটির মাঝখানে মাংস, বিভিন্ন সবজির স্তর তৈরী করে স্যান্ডউইচ একটি সহজলভ্য উপাদেয় মূল খাবার হয়ে ওঠে মানুষের কাছে
এহেন স্যান্ডউইচ এর ইতিহাস আরোও দীর্ঘ। আজ দেশের রান্নাঘরে এই স্যান্ডউইচ এর ব্যুৎপত্তিগত উৎপত্তির ইতিহাস জানার পর আমরা জেনে নেবো এই ইংলিশ স্যান্ডউইচ এর বেশ কিছু রেসিপি

চিকেন মেয়ো স্যান্ডউইচ –

উপকরণ: ২৫০ গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট, ৪-৫ বড় চামচ মেয়োনিজ, ১ বড় চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ নুন, হাফ কাপ লেটুস পাতা কুচো, স্যান্ডউইচ ব্রেড
প্রণালী : চিকেন নুন জলে সিদ্ধ করে, ভালো করে জল ঝরিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে৷ একটা বড় পাত্রে মিহি করে কুচানো চিকেন, নুন, গোলমরিচ গুঁড়ো, মেয়োনিজ, লেটুসপাতা কুচো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে৷ এবার এক একটা স্যান্ডউইচ ব্রেড এর উপর এই চিকেন এর মিশ্রণ পুরু করে লাগিয়ে এর উপর আর একটি ব্রেড রাখতে হবে এবং হাতের তালুর সাহায্যে সাবধানে হালকা ভাবে চাপ দিয়ে দুটি ব্রেড আটকে নিতে হবে৷ এরপর ছুরি দিয়ে লম্বালম্বি অথবা ত্রিকোণ ভাবে কেটে কিছুক্ষন ফ্রিজে রেখে সার্ভ করা যেতে পারে।
এগ মেয়ো স্যান্ডউইচ –

উপকরণ : ৪টি পোল্ট্রির ডিম্, ৪ বড় চামচ মেয়োনিজ, পিয়াঁজশাক, ১চা চামচ নুন, ১ বড় চামচ গোলমরিচ, স্যান্ডউইচ ব্রেড ৮ পিস্
প্রণালী : ডিম্ ভালো করে সিদ্ধ করে নিতে হবে| পিয়াঁজ শাক কুচিয়ে নিতে হবে৷ ডিম্ সিদ্ধ হলে খোসা ছাড়িয়ে নিতে হবে৷এবার একটা বড় পাত্রে সিদ্ধ ডিম্ রেখে গুড়িয়ে নিয়ে এরমধ্যে নুন, গোলমরিচ, পিয়াঁজশাক কুচি, আর মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নিতে হবে ৷ এরপর স্যান্ডউইচ ব্রেড নিয়ে এক একটির উপর এই মিশ্রণ পুরু করে লাগিয়ে আর একটি ব্রেড দিয়ে ঢেকে হাতের তালুর মাধ্যমে চাপ দিয়ে আটকে নিতে হবে। এইভাবে ৪টি স্যান্ডউইচ বানিয়ে নিতে হবে৷এরপর ছুরি দিয়ে একেকটি স্যান্ডউইচ কে সাবধানে ত্রিকোনা করে অথবা লম্বালম্বি ভাবে কেটে নিতে হবে। কিছুক্ষন ফ্রিজে রেখে সার্ভ করতে হবে৷
ক্লাব স্যান্ডউইচ –

উপকরণ : ২৫০ গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট, 4 পোল্ট্রির ডিম্, ৪-৫ বড় চামচ মেয়োনিজ, চিজ, মাখন ২ বড় চামচ, ১ বড় চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ নুন, লেটুস পাতা, ১টা শশা, ১টি বড় সাইজের টমেটো, স্যান্ডউইচ ব্রেড
প্রণালী: চিকেন নুন জলে সিদ্ধ করে, ভালো করে জল ঝরিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে৷ ডিম্ টো নুন মরিচ দিয়ে ফেটিয়ে ওমলেট বানিয়ে নিতে হবে। এবার একটা বড় পাত্রে মিহি করে কুচানো চিকেন, নুন, গোলমরিচ গুঁড়ো, মেয়োনিজ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।শশা ও টমেটো গোল করে পাতলা স্লাইস করতে হবে, স্যান্ডউইচ ব্রেড এর স্লাইসগুলোর ধারগুলো ছুরি দিয়ে কেটে এক এক করে হালকা আঁচে সেঁকে নিতে হবে।
ব্রেড এর এক দিকে মেয়োনিজ লাগিয়ে তারপর চিকেনের মিশ্রণ পুরু ভাবে লাগাতে হবে এরপর শসার পাতলা টুকরো দিতে হবে এর ওপর একটি সেঁকা ব্রেড স্লাইস রেখে তাতে আবার মেয়নিজ লাগাতে হবে; তাতে ওমলেট রেখে, টমেটোর স্লাইস দিতে হবে, ওপর থেকে চিজ গ্রেট করে ছড়িয়ে দিতে হবে। এবার আর একটি আগের মতোই সেঁকা ব্রেড এ মেয়োনিজ লাগিয়ে সেটি এর ওপর চাপা দিতে হবে । দুহাতের তালুর সাহায্যে ভালো করে চেপে নিতে হবে৷ গ্রিল প্যানে মাখন লাগিয়ে ক্লাব স্যান্ডউইচটি দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে৷নামিয়ে ছুরি দিয়ে ত্রিকোণ করে কেটে, স্যান্ডউইচ এর একেকটি টুকরোয় টুথপিক দিয়ে গেঁথে নিতে হবে যাতে খুলে না যায়৷ গরম গরম সার্ভ করতে হবে। একই ভাবে বাকি স্যান্ডউইচ গুলিও বানিয়ে নিতে হবে।
সুইট কর্ন গ্রিলড স্যান্ডউইচ –

উপকরণ: হাফ কাপ সুইট কর্ন, হাফ কাপ ক্যাপসিকাম, হাফ কাপ পিয়াঁজ কুচি, হাফ কাপ টমেটো কুচি, হাফ কাপ শশা কুচি, ৪ বড়ো চামচ মেয়োনিজ, ২ বড় চামচ মাখন, নুন, গোলমরিচ, স্যান্ডউইচ ব্রেড
প্রণালী: সুইট কর্ন গরম জলে হালকা ভাপিয়ে নিতে হবে৷ একটা বড় পাত্রে সমস্ত সবজি ও সুইট কর্ন রেখে মেয়োনিজ, নুন ও গোলমরিচ দিয়ে মিশিয়ে নিতে হবে৷ এবার স্যান্ডউইচ ব্রেড এর একপাশে মেয়োনিজ লাগিয়ে তাতে সুইট কর্ন এর মিশ্রণ পুরু করে লাগিয়ে আর একটি ব্রেড দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে বাকি স্যান্ডউইচ গুলোও তৈরী করে নিতে হবে৷গ্রিল প্যানে মাখন লাগিয়ে স্যান্ডউইচ গুলো দুপিঠ ভালো ভাবে গ্রিল করতে হবে। নামিয়ে ছুরি দিয়ে ত্রিকোণ করে কেটে নিতে হবে৷
আমন্ড বাটার এন্ড স্ট্রবেরি স্যান্ডউইচ:

উপকরণ : আমন্ড বাটার, স্ট্রবেরি হাফ কাপ, ব্রাউন ব্রেড ৪টে স্লাইস
প্রণালী : প্রথমে ব্রেড এর সব কটি স্লাইস এ আমন্ড বাটার লাগিয়ে নিতে হবে৷স্ট্রবেরির টুকরো ব্রেড এর উপর বসিয়ে বাটার লাগানো আর একটি ব্রেড এর ওপর রেখে হাতের তালু দিয়ে হালকা চেপে নিতে হবে৷ছুরি দিয়ে লম্বালম্বি অথবা ত্রিকোণ করেও কেটে নেয়া যেতে পারে৷
পনীর গ্রীলড স্যান্ডউইচ

উপকরণ: ১ কাপ গ্রেটেড পনীর, হাফ কাপ গ্রেটেড গাজর, হাফ কাপ ক্যাপসিকাম কুচি, হাফ কাপ সুইট কর্ন সিদ্ধ, ২ বড় চামচ ধনেপাতা কুচি, ১ চা চামচ লাল লংকার গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ বড় চামচ টমেটো সস, ১ কাপ গ্রীন চাটনি, ১ চা চামচ নুন, মাখন, স্যান্ডউইচ ব্রেড
প্রণালী: একটা বড় বাটিতে পনীর, গাজর, ক্যাপসিকাম, সুইট কর্ন, ধনেপাতা, লঙ্কাগুঁড়ো, জিরে গুঁড়ো, নুন ও টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে। স্যান্ডউইচ ব্রেড এর এক দিকে গ্রীন চাটনি লাগিয়ে তার উপর সমস্ত পনীর এর মিশ্রণ দিতে হবে, এরপর আর একটি স্লাইস ব্রেড এ গ্রীন চাটনি লাগিয়ে পনীর মিশ্রণ এর ওপর চাপা দিতে হবে। এই ভাবে সবকটি স্যান্ডউইচ তৈরী করে নিতে হবে৷স্যান্ডউইচ গ্রিলারে বাটার লাগিয়ে গরম করে নিতে হবে, গরম হলে স্যান্ডউইচ গুলো দুপিঠে মাখন লাগিয়ে গ্রিল করে নিতে হবে। নামিয়ে ছুরি দিয়ে ত্রিকোণ পিস্ করে কেটে নিতে হবে৷

Previous articleDidi took correct stern decision NOBEL PROFESSION , NOT ALL PROFESSIONALS
Next articleসম্পাদকীয়ঃ- দরকার মুখ্যমন্ত্রীর সংবেদনশীলতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here