সৌমিত্রর মাল্টিঅর্গ্যান ফেলিওর, চিকিৎসকদের ভরসা এখন একমাত্র মিরাকল..

0
703

দেশের সময় ওয়েবডেস্কঃ দীপাবলির সন্ধ্যায় খুবই খারাপ খবর। সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসায় আর বিশেষ সাড়া দিচ্ছেন না। তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা এক প্রকার আশা ছেড়ে দিয়েছেন। তাঁর শারীরিক অবস্থার যে দ্রুত অবনতি ঘটেছে, তা তাঁর পরিবারকেও জানানো হয়েছে।


শুক্রবার দুপুর থেকেই সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা নতুন করে খারাপ হতে শুরু করে। শনিবার সকাল থেকে ক্রমশই সমস্যা ও সংকট বাড়তে থাকে। হাসপাতাল সূত্রে শেষ যে খবর পাওয়া গিয়েছে, তাতে তাঁর শারীরিক অবস্থা চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।
চিকিৎসকরা বলছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিস্থিতি কার্যত হাতের বাইরে। এখন একমাত্র কিছু মিরাকল হলে তবেই..।

জানা গিয়েছে, বর্ষীয়াণ অভিনেতার মস্তিষ্ক প্রায় অচল। তবে ব্রেন ডেথ কিনা সে বিষয়ে এখনই কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ।
বেলভিউ ক্লিনিকের চিকিৎসক অরিন্দম করে জানিয়েছেন , “বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।” শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ১oo% ফেডারেশন সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। প্লাসমাফেরেসিস বা ডায়ালিসিস তেমনভাবে কোন কাজ করছে না।

Previous articleসীমান্তে শক্রকে যোগ্য জবাব দেওয়া হবে জয়সলমীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Next articleকোভিড বিধি মেনেই বাড়ির কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here