লোকসভার প্রস্ততিতে তৃণমূল কংগ্রেস: দেশের সময়,কলকাতা:

0
606

দেশের সময়,কলকাতা আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল বিজেপিকে বাংলার বুকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।বৃহস্পতিবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগামী ১৯ জানুয়ারি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট করতে ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হয়েছে।
এ দিনের বৈঠকে পার্থ বলেন, ‘‘আমাদের উৎসব প্রায় শেষের দিকে। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল যেমন সকলের পাশে থাকে, তেমন আমাদের রাজনৈতিক দায়িত্বও পালন করতে হয়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হয়েছে। ব্রিগেডে এ বারের স্লোগান হবে, ২০১৯, বিজেপি হবে ফিনিশ।’’ বিজেপি এ রাজ্যে একটি আসনও পাবে না বলে দাবি করে পার্থবাবু বলেন, ‘‘দিলীপ ঘোষ এখনই বিসর্জনের বাজনা নিয়ে ঘুরতে পারেন। কারণ, ওরা যতই চেষ্টা করুক, এখানে বিজেপি একটি আসনও পাবে না।’’আগামী ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বর্দ্ধিত কোর কমিটির সভা ডাকা হয়েছে বলে, বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠকে জানান, দলের মুখ্য সচিব পার্থ চট্টোপাধ্যায়। এই বৈঠকে দলের নির্বাচনী প্রচারের কৌশলের সঙ্গে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে নির্মূল করার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে, রাজনৈতিক মহলের খবর । এমন কি এ ব্যাপারে একটি আলাদা কমিটিও গড়ে দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleবাস সংগঠনের অভিনব প্রতিবাদ:
Next articleবাংলায় এবার বিজেপির লক্ষ্য সংখ্যালঘু থেকে বুদ্ধিজীবী মহল. নীলাদ্রি ভৌমিক :দেশের সময়ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here