দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় বিধানসভা ভোটের আগে সোমবার মেগা যোগদান হল বিজেপিতে। যাকে আক্ষরিক অর্থেই যোগদান মেলা বলে চলে। কে নেই তাতে! সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য,মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী সাতগাছিয়ার বিধায়ক সোনালী গুহ, বসিরহাট দক্ষিণের বিধায়ক, দীপেন্দু বিশ্বাস, হাওড়ার বিধায়ক জটু লাহিড়ি যোগ দিলেন গেরুয়া শিবিরে। সেই সঙ্গে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দল ছাড়লেন জোড়াফুল প্রার্থী সরলা মুর্মু।অভনেত্রী তনুশ্রী চক্রবর্তীও এদিন গেরুয়া শিবিরে নাম লেখালেন। এদিন হেস্টিংসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
শুধু কি তাই! এদিন মালদহ জেলা পরিষদেরও দখল নিয়ে ফেলল বিজেপি। মালদহ জেলা পরিষদের ১৪ জন সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলল গেরুয়া শিবির। এ ছাড়া ওল্ড মালদার পঞ্চায়েত সমিতিরও দখল নিয়েছে বিজেপি। সেই সঙ্গে বিজেপিতে এদিন যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার মৃগাঙ্ক প্রমুখ।
এদিনের যোগদান পর্বের মূল হোতা ছিলেন শুভেন্দু অধিকারী। মূলত তাঁর সঙ্গে যোগাযোগ রেখেই তৃণমূল ছেড়েছেন জোড়াফুলের হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু। তা ছাড়া মালদহ জেলা পরিষদের অধিকাংশ সদস্য বিজেপিতে যোগ দেওয়ার নেপথ্যে তাঁর ভূমিকা স্পষ্ট। এ ছাড়া সিঙ্গুরের মাস্টারমশাই ও দীপেন্দুকে তিনিই বিজেপিতে নিয়ে এসেছেন বলে মনে করা হচ্ছে।