দেশের সময় ওয়েবডেস্কঃ কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীনই প্রসব যন্ত্রণা উঠেছিল আমিনারা বিবির। সঙ্গে সঙ্গেই প্রশাসনের লোকজন তাঁকে ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা-শিশু দুজনেই সুস্থ। তাঁদের আবার ফিরিয়ে আনা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। আমিনারা ছেলের নাম রাখলেন করোনা করিম।
গত ২৬ এপ্রিল পূর্ব মেদিনীপুর থেকে ২২ জন পরিযায়ী শ্রমিকের একটি দল এসে পৌঁছয় ডায়মন্ডহারবারে। এঁদের প্রত্যেকেরই বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ও সন্দেশখালিতে। দলটিতে পুরুষ, মহিলা ও শিশুরাও ছিল। প্রশাসনের নজরে আসতেই ওই দলের সবাইকে ডায়মন্ডহারবার আইটিআই কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওই দলেই ছিলেন গর্ভবতী আমিনারা।
৩ মে প্রসব যন্ত্রণা উঠলে আমিনারাকে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। দুজনেই সুস্থ থাকায় আবার তাঁদের ফিরিয়ে আনা হয়েছে আইটিআইয়ের কোয়ারেন্টাইন সেন্টারে। এমন দুর্যোগের অন্ধকারে সন্তানের মুখের আলো দেখেছেন তিনি। স্মৃতি ধরে রাখতে সন্তানের নাম দিয়েছেন করোনা করিম। শুক্রবার ডায়মন্ডহারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা ওই কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে আমিনারা ও তাঁর সন্তানকে দেখে আসেন। মায়ের হাতে তুলে দেন পুষ্টিকর খাবার ও উপহার।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই ওই পরিযায়ী শ্রমিকদের উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ ও সন্দেশখালিতে তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হবে।