দেশের সময় ওয়েবডেস্ক: রাজ্য সরকারের বিরুদ্ধে পুনরায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। উল্লেখ্য কলকাতা কর্পোরেশনের মেয়র পদ থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন শোভন চট্টোপাধ্যায়। সেই পদে দায়িত্ব নিচ্ছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে তার আগে কর্পোরেশনের মেয়র পদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে তাকে। সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩রা ডিসেম্বর। সূত্রের খবর, নির্বাচনে দলের ১২২জন কাউন্সিলের সমর্থন নিয়ে ফিরহাদ হাকিমের জয় নিশ্চিত থাকলেও মেয়র পদে প্রার্থী নাম ঘোষণা করেছে বিজেপি। “দলের কাউন্সিলর মীনাদেবী পুরহিত মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন” বলে জানিয়েছেন মুকুল রায়। রাজনৈতিক মহলের মতে, সিপিএম এর সমর্থন নিয়েও মিনা দেবীর নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে মুকুল রায় তৃণমূলে থাকাকালীন কর্পোরেশনের যে কাউন্সিলরা মুকুল অনুগামী বলে পরিচিত ছিলেন তাদের লক্ষ্য করবে গেরুয়া শিবির। ফলে জয়ী হওয়ার সম্ভাবনা না থাকলেও ক্রস ভোটিং যে কর্পোরেশনের মেয়র পদের নির্বাচনে একটি বড়ো ইস্যু হবে তা বলাই বাহুল্য। যদিও এবিষয়ে শাসক দলের থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। অতএব শেষ মুহূর্তে গেরুয়া শিবিরের এই চমক কোন রাজ্য রাজনীতির কোন বার্তা বহন করে তা বুঝতে অপেক্ষায় ডিসেম্বরের ৩ তারিখ।